‘রাসমণি’র ইমেজ সরিয়ে আবেদনময়ী অবতারে ফটোশ্যুট! দিতিপ্রিয়ার নতুন ভিডিও ভাইরাল
শিশুশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখার্জী (Srijit Mukherjee) পরিচালিত ফিল্ম ‘রাজকাহিনী’-তে নজর কেড়েছিলেন তিনি। তবে তাঁকে দক্ষ অভিনেত্রী করে তুলেছে ‘করুণাময়ী রানী রাসমণি’। এই সিরিয়ালে রাসমণির শিশু বয়সের চরিত্রে অভিনয়ের জন্য তিন মাসের চুক্তি স্বাক্ষর করলেও পরবর্তীকালে রানীমার বৃদ্ধ বয়স অবধি চরিত্র ফুটিয়ে তুলেছিলেন দিতিপ্রিয়া।
এছাড়াও ‘অভিযাত্রিক’ নামে একটি ফিল্মে অভিনয় করেছেন দিতিপ্রিয়া। এছাড়াও দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh) পরিচালিত ফিল্ম ‘বব বিশ্বাস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। শোনা যাচ্ছে, পাভেলের সঙ্গে একটি ফিল্ম করতে পারেন দিতিপ্রিয়া। অপরদিকে তাঁর হাতে বেশ কিছু ওয়েব সিরিজের কাজও রয়েছে।
সম্প্রতি দিতিপ্রিয়াকে দেখা গেলো নতুন এক আবেদনমতি অবতারে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল তার নতুন ফটোশুটের ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে আবেদনময়ী পোশাকে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী। দিতিপ্রিয়ার সেই ভিডিও দেখা ফ্যানেরা করছে প্রশংসা।
View this post on Instagram