Dev-Rukmini-প্রথা ভাঙলেন দেব-রুক্মিণী, অবশেষে মালদ্বীপে ‘প্রি-ওয়েডিং শুট’ দুই তারকার?
প্রায়শই ছুটি কাটাতে বিদেশে যান দেব ও রুক্মিনী। তবে একসঙ্গে কখনই ছুটিতে নিজেদের ছবি পোস্ট করেন না দুই তারকা। এবার সেই প্রথাই ভাঙলেন এই তারকা যুগল।
সম্প্রতি মালদ্বীপ ঘুরতে গেছেন দুই তারকা। প্রথমবার মালদ্বীপে ছুটির মাঝে একসঙ্গে ছবি পোস্ট করলেন দেব ও রুক্মিনী।
মালদ্বীপে হাতে হাত ধরে সমুদ্রের উপর ব্রিজে হাঁটছেন দেব-রুক্মিনী। আর সেই ছবি পোস্ট করা মাত্রই দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা।
ছবি পোস্ট করে রুক্মিনী লেখেন, আগামী সময় অবধি…’।
সম্প্রতি দেব ব্যস্ত ছিলেন বাঘা যতীনের শুটিং-এ। অন্যদিকে রুক্মিনী শুট করছিলেন বিনোদিনী, এক নটীর উপাখ্যান। একসঙ্গে দুজনের শুট শেষের পরেই পাড়ি দেন মালদ্বীপে।
বেশ কয়েকদিন ধরেই একের পর এক ছবি পোস্ট করছিলেন দুজনে। অবশেষে শনিবার একসঙ্গে ছবি পোস্ট করেন তারা। অনেকেই লেখেন, অবশেষে প্রথমবার একসঙ্গে ছবি দিলে।
‘বিয়ে কবে?’, ‘এটা কি প্রি ওয়েডিং শুট?’ ফ্যানেদের হাজারও প্রশ্ন উঠে এসেছে কমেন্ট বক্সে।