বউ বাচ্চা থাকার সত্ত্বেও গুড্ডির প্রতি নজর! অনুজের চরিত্র নিয়ে ফের একবার নেট দুনিয়ায় ক্ষোভ প্রকাশ দর্শকের
অবশেষে গুড্ডি-যুধাজিৎ একসাথে সুখে সংসার করতে শুরু করে। তাদের মিল হওয়ার অপেক্ষায় ছিলেন বহু সিরিয়াল প্রেমিক।অনেকে চেয়েছিলেন যুধাজিৎ এর সাথে গুড্ডির বিয়ে হোক অবশেষে দর্শকদের সেই ইচ্ছেটাই পূরণ করলো দর্শক। গল্পের এই নতুন মোর দেখে গুড্ডি সকলের চর্চার বিষয় হয়ে উঠেছে।
শুরু থেকেই গল্পে দেখা গিয়েছে নতুন নতুন টুইস্ট।এই ধারাবাহিকটিতে প’রকীয়ার যে আভা সৃষ্টি হয়েছে তা অন্যান্য ধারাবাহিকগুলিকে হার মানাবে।এর আগেও একবার যুধাজিৎ-গুড্ডির বিবাহ হয়েছিল , কিন্তু তারপরেও গুড্ডি আর অনুজের সম্পর্ক বিচ্ছেদ হয়নি। কিন্তু যুধাজিৎ ভালো মানসিকতা গুড্ডিকে সঠিক পথে ফিরিয়ে এনেছে । গুড্ডি-যুধাজিৎ-এর বিয়েতেও গুড্ডির আগের স্বামী অনুজ বারবার বাধার সৃষ্টি করেছিল।
প্রথমবার গুড্ডি বিয়েতে মত দিলেও মন থেকে যুধাজিৎ-কে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। সব জানার সত্ত্বেও যুধাজিৎ গুড্ডিকে বিয়ে করে তার প্রাপ্য সম্মান দিয়েছেন ও গুড্ডির সমস্ত ইচ্ছাকে সসম্মানে গ্রহণ করেছেন। অবশেষে সমস্ত বাধা পেরিয়ে মন থেকে যুধাজিৎকে স্বামী রূপে গ্রহণ করল গুড্ডি এবং নিজে আরেকবার বিয়ে করতে ইচ্ছুক হল।
এদিকে অনুজ শিরিনের একটি ছেলেও রয়েছে। তার সত্ত্বেও গুড্ডির প্রতি তার নজর। তাই গুড্ডির বিয়ের দিনও বাধার সৃষ্টি করেছিল সে। অনুজের এই চরিত্রে ক্ষেপে ওঠে দর্শক। এখনও স্ত্রী শিরিনের সঙ্গে সংসার করতে নারাজ অনুজ।
প্রথম থেকেই অনুজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শেষ নেই। তাকে নিয়ে আবার ট্রল শুরু হয়েছে নেটদুনিয়ায়। এক দর্শক লেখেন, গুড্ডি আর যুধাজিৎ-এর মিল হওয়া দেখে অনুজের কষ্ট আর যে মানা যাচ্ছে না,,,, মনে হচ্ছে এখুনি পেঁয়াজের রস চোখে ঢেলে কাঁদতে বসি। কিন্তু বাড়ীতে পেঁয়াজ না থাকায় তা করতে পারছি না”।