কোটি কোটি টাকা আয় করেও নেই ‘টাকার গরম’, আজও বাড়িতে সাধারণ জীবনে স্বচ্ছন্দ অরিজিৎ!
শুধু ভারত নয় সারা বিশ্বে রয়েছে তার অসংখ্য ভক্ত। বাংলার গর্ব ইনি হলেন গায়ক অরিজিৎ সিং। বলা চলে ভারতের সংগীত জগতের বাদশা হলেন অরিজিৎ। আর তার গান প্রতিবারই মুগ্ধ করে ভক্তদের। জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং কিন্তু সম্পূর্ণ একজন মাটির মানুষ। বিলাসবহুল জীবনযাপনের বদলে খুব সাধারণ জীবনযাপন করাই পছন্দ করেন এই গায়ক। কোটি কোটি টাকা আয় করলেও, এখনো ‘মাটির মানুষ’ হিসেবেই তার খ্যাতি।
মুম্বাইতে নিজের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে অরিজিৎ সিং-এর। তবুও বছরের অধিকাংশ সময়ই নিজের গ্রামের মাটিতে থাকতেই পছন্দ করেন গায়ক। আর পাঁচটা সাধারণ মানুষের মতন জীবন-যাপন করেন অরিজিৎ।
সম্প্রতি শিলিগুড়িতে একটি কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেখান থেকেও কোটি কোটি টাকা উপার্জন করেন তিনি। তবে সেখানে যাওয়ার জন্য কোন হেলিকপ্টার, প্লেন, বিলাসবহুল গাড়ি কিছুই ব্যবহার করেননি তিনি। সাধারণ মানুষের মতনই তিস্তা-তোর্সা এক্সপ্রেসে করে নিউ জলপাইগুঁড়ি স্টেশনে হাজির হয়েছিলেন অরিজিৎ। এদিন তাকে দেখতে স্টেশনে ভিড় জমে গিয়েছিল।
সারা বছরে খুব কম মিউজিক শো করেন অরিজিৎ সিং। কিন্তু যখন করেন তখন পারিশ্রমিকের দিক থেকে পিছনে ফেলে দেন অনেক বড় বড় গায়ককে। শিলিগুড়িতে মিউজিক কনসার্ট করার আগে কলকাতা শহরে ও বেঙ্গালুরুতে মিউজিক কনসার্ট করেছেন অরিজিৎ। সেই শো থেকেও মোটা টাকার পারিশ্রমিক নিয়েছিলেন অরিজিৎ। তবে জানা যায়, নিজের উপার্জনের অধিকাংশ টাকাই নাকি গরিব-দুঃখীদের জন্য দান করেন গায়ক। বহু সমাজসেবা মূলক কাজের জন্য নিজের অর্থ ব্যয় করেন গায়ক অরিজিৎ সিং।