বিনোদন

দীপিকার ঘাড়ে নতুন ট্যাটু, এর অর্থ জানলে চমকে যাবেন

প্রত্যেক বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হল অস্কারের অনুষ্ঠান। অস্কার মানে শুধু মাত্র‌, পুরস্কার বিতরণের অনুষ্ঠান নয়, তারকাদের মেলা বসে এই দিন। প্রতি বছর হলিউডের জনপ্রিয় তারকারাদের এই দিন আশ্চর্য সব পোশাকে দেখতে পাওয়া যায়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাদের এই আশ্চর্য লুক। তবে এবার কোনও পোশাক নয়, এবার মানুষের কৌতূহলের কারণ একটা ট্যাটু। এই ট্যাটু দীপিকা করেছে নিজের ঘাড়ে। এক সময় ঘাড়ের ওখানেই ছিল প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের নাম।

রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর সার্জারি করে‌ সেই তুলেছিলেন তার নাম তুলেছিলেন তিনি। তবে অস্কারের মঞ্চে আবার নতুন ট্যাটু‌ দেখা গিয়েছে। যা দেখে সবার মনে একটাই প্রশ্ন এই ট্যাটুর অর্থ কী? এই ট্যাটুর মাধ্যমে লেখা হয়েছে ’82E’। আসলে ’82E’-হল দীপিকার নিজস্ব স্ক্রিন কেয়ারের ব্র্যান্ড। অস্কারের মঞ্চে নিজের ব্র্যান্ডের প্রমোশনের জন্য ঘাড়ে নিজের ব্র্যান্ডের নাম লিখিয়েছিলেন অভিনেত্রী। তবে ট্যাটুর পাশাপাশি তার পোশাকও যথেষ্ট আকর্ষণীয় ছিল। লুই ভিতোঁর মারমেইড স্টাইলের কালো গাউন পরেছিলেন অভিনেত্রী।

এই পোশাক পরেই ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে অভিনেত্রী দীপিকা উপস্থাপনা করলেন। আর তারপরেই ‘নাটু নাটু’ গানের দুর্দান্ত পারফরম্যান্সের আয়োজন করা হয়েছিল। তার কিছুক্ষণ পরেই সেরা মৌলিক গানের পুরস্কারও জেতে ‘আরআরআর’ ছবির এই গান।

বছরের শুরুতেই শাহরুখ-দীপিকার ‘পাঠান’ ছবিটি মুক্তি পাওয়ার কিছু দিনের মধ্যেই বক্স অফিসের কালেকশন করেছে ১০০০ কোটির বেশি। এই ছবিতে দীপিকার পারফরম্যান্স দেখে খুশি হয়েছেন অনেকেই।

Back to top button