মিশকার প্ল্যানে জল ঢেলে দিলো দীপা! শেষে দিপাকে নিজের মনের কথা বলে দিলো সূর্য! পর্ব দেখে মুগ্ধ দর্শক

অনুরাগের ছোয়া ধারাবাহিকে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো।পরে দর্শকদের কথা মতোই এক হতে চলেছে সূর্য ও দীপা। আর এই এক করার পেছনে কার হাত রয়েছে জানলে আপনারাও অবাক হবেন। সে হল মিশকা, যা সত্যি অবাক করার ঘটনা। গল্পে এইরূপ পরিবর্তন দেখে সকল ভক্তরাই খুশি।
বর্তমানে টিআরপির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। সিরিয়ালের কিছু কিছু পর্ব দেখে আমরা যা আন্দাজ করি কোনো কোনো সময় তা সম্পূর্ণ উল্টো হয়ে যায়।যেমনটা হয়েছে অনুরাগের ছোয়া ধারাবাহিকে। দিনে দিনে সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, বহুদিন ধরে ভুল বোঝাবুঝির কারণে সূর্য-দীপা কাছাকাছি এলেও মিল হচ্ছিল না।এখনো তা সম্পূর্ণ দূর হয়নি।
এখনও রুপা -সোনার আসল পরিচয় কি সে নিয়ে ধোঁয়াশায় রয়েছে সূর্য ও দীপা।রুপা- সোনা দুই যে তাদেরই মেয়ে এটা তারা এখনো জানতে পারেনি।তারই সাথে কিছু ভুল বোঝাবুঝির কারণে সূর্য দিপা সূর্যের দু চোখের বিষ হয়ে উঠেছিল।আর তা দেখে সূর্যের মাও চায়নি সূর্য সত্যিটা জেনে যাক।দর্শকরা ভেবেছিল যে, সূর্য যখন জানতে পারবে যে রুপা দীপার মেয়ে, তখন হয়তো রুপাকে ভালোবাসবে না সূর্য।
কিন্তু সে আর হয়নি। অবশেষে এই দুই মেয়ের জন্যই কাছাকাছি এলো সূর্য ও দীপা।এবার দুজনের মন থেকেই ভুল ধারণা সরে যায় তার জন্য এগিয়ে এল মিশকা।আসলে মিশকা চেয়েছিল সূর্য নেশা মত্ত হয়ে যাতে মিশকার সঙ্গে মেশে। কিন্তু হল তা সম্পূর্ণ উল্টো মিশকার জায়গায় এল দীপা। নেশায় থাকার কারণে দিপাকে সত্যি কথাটা বলে দেয় সূর্য যে সে দীপার পর কাউকে বিয়ে করেনি।
একটি পর্বে দেখা যায় দীপা সূর্যকে বলছে, ‘এসব ঠিক না ডাক্তারবাবু,, আপনার স্ত্রী আছে, সংসার আছে,,’। সূর্য তখন বলে, -কেউ নেই,,, কেউ নেই,, আমি অন্য কাউকে ওরকম চোখে দেখি নাই,,, শুধু তুমি আছো,, আমাকে ছেড়ে যেওনা দীপা,,,”। আর এই পর্ব দেখে এক দর্শক একটি পোস্টে লেখেন, “সূর্য জাতে মাতাল,তালে ঠিক,, মদ খাওয়ালো মিশকা,, কিন্তু নেশাগ্রস্ত অবস্থায়ও মিশকার সাথে ঢলাঢলি না করে, মিশকাকে ধাক্কা মেরে চলে গেছে দীপার কাছে,, এই কারনেই এতো বলদামি করার পরও গাধাটাকে ভালোলাগে”।