দুই মেয়েকে বুকে টেনে নিয়ে কেঁদে ফেললো দীপা! ‘অনুরাগের ছোঁয়া’ নতুন প্রোমো দেখে চোখে জল ভক্তদের
বর্তমানে বাংলা জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিকটি প্রায় সমস্ত বাঙালিদের ঘরে নিজেদের জায়গা করে নিয়েছে। সূর্য -দীপা ছাড়াও এই ধারাবাহিকের আরো দুটি চরিত্র সোমা -রুপা সকল দর্শকের মন জয় করে নিয়েছে। টিআরপির তালিকাতেও শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিকটি। কিন্তু এত জনপ্রিয় হওয়ার সত্ত্বেও রয়েছে অভিযোগ।
ধারাবাহিকের নিয়মিত দর্শকদের মতে, দীর্ঘদিন ধরে একই ট্র্যাকে চলছে এই ধারাবাহিকটি। গল্পে নতুন নতুন টুইস্ট থাকলেও ভক্তরা সূর্য ও দীপার মিল দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে।
তবে এবার দর্শকের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। সূর্য ও দীপার মিলনের দিকে এগোচ্ছে ধারাবাহিক। সাম্প্রতিক কয়েকটি পর্বে দেখা গিয়েছে যে দীপা জেনে গিয়েছে যে তাঁর আরও একটি মেয়ে রয়েছে। আর অন্যদিকে সোনার গায়ের রং এবং তাঁর প্রতি অদ্ভুত টান দেখে দীপা সোনাকেই তাঁর আর এক মেয়ে হিসেবে ভাবতে শুরু করে। সেই ভাবনা আরও গভীর হয় যখন সে জানতে পারে সূর্য ও মিশকা অবিবাহিত। যদিও দীপার এই ভাবনা সম্পূর্ণ অস্বীকার করেছে শাশুড়ি লাবণ্য সেনগুপ্ত।
এইমধ্যে ধারাবাহিকে আসে একটি নতুন প্রোমোতে দেখা যাচ্ছে রুপার পাশে বসে দ্বিতীয় মেয়ের কথা ভেবে চোখের জল ফেলছে দীপা। সেই সময়েই ফুল মা ফুল মা করতে করতে দীপার কাছে হাজির হয় সোনা।
তাঁর পর সোনা জানতে পেরে যায় যে তাঁর প্রিয় ফুল মা হল রুপার আসল মা। এই সত্যতা জানতে পেরে সোনা খুব কষ্ট পেয়েছে, এই কারণে যে তাঁর বেস্ট ফ্রেন্ড রুপা এবং তাঁর প্রিয় ফলমা তাকে মিথ্যে কথা বলেছে। এই চরম পরিস্থিতিতেও রুপা তাঁর বুদ্ধিমত্তার পরিচয় দিয়া সবটা সামলে নেয়।তাঁর পর দীপা দুজনকেই বুকে টানে নিয়ে কাঁদতে শুরু করে। এখন আগামী পর্বগুলি দেখার অপেক্ষায় দর্শক।