বিনোদন

জি বাংলার একাধিক সিরিয়ালের টাইম স্লটে বদল, জেনেনিন আপনার পছন্দের ধারাবাহিকের নতুন সম্প্রচারের সময়সূচি

খুব শীঘ্রই জি বাংলার একাধিক সিরিয়ালের টাইম স্লট বদলে যাবে। কারণ এই চ্যানেলে আসছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। যে কারণে খুব শীঘ্রই জি বাংলার সোহাগ জল, তোমার খোলা হাওয়া থেকে শুরু করে মিঠাই-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের বন্ধ হয়ে যাওয়া নিয়ে চারিদিকে বিভিন্ন খবর শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী ২৭ শে মার্চ থেকে বিকেল সাড়ে ৪ টের সময় ‘ঘরে ঘরে জি বাংলা’ শোয়ের সম্প্রচারের সময় বদলে যাচ্ছে।

ঐদিন থেকে দুপুর আড়াইটার সময় সম্প্রচারিত হবে নতুন এই গেম শো। এরপর রচনা ব্যানার্জীর দিদি নাম্বার ওয়ান বিকেল ৫ টার সময় সম্প্রচারিত হবে। বিগত ১০ বছর ধরে একই সময়ে সম্প্রচারিত হচ্ছে এই গেমিং শো। মিঠাই ধারাবাহিক সম্প্রচারিত হবে ৬ টা থেকে। মিঠাইয়ের পরে সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হবে খেলনা বাড়ি। এবং আগের মতই সাতটা থেকে সম্প্রচারিত হচ্ছে জগদ্ধাত্রী। এরপর সাড়ে ৭ টার সময় গৌরী এলো, রাত ৯ টার সময় নিম ফুলের মধু এবং সাড়ে ৮ টায় রাঙা বউ যেরকম সম্প্রচারিত হচ্ছিল সেরকমই হবে।

রাত ন’টা থেকে জি বাংলার টাইম স্লটে বড়সড় পরিবর্তন আসছে। আগামী ২৭ শে মার্চ থেকে নতুন ধারাবাহিক ‘মুকুট’ সম্প্রচারিত হবে রাত সাড়ে ৯ টা থেকে। ‘মুকুট’কে ‘তোমার খোলা হাওয়া’র স্লট দেওয়া হচ্ছে।

২৭ শে মার্চ থেকে ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের নতুন সময়সূচি হতে চলেছে বিকেল তিনটে। রাত দশটায় ইচ্ছে পুতুল এবং রাত সাড়ে দশটায় জি বাংলাতে এখন সম্প্রচারিত হয় মন দিতে চাই।

Back to top button