হোলি উৎসব অপছন্দ যেসব বলিউড তারকার, দেখেনিন একঝলকে
মঙ্গলবার দোল, বুধবার হোলি। এই রং উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা পুরো ভারত। ইতোমধ্যে সবার হোলির প্ল্যান শেষ। প্রত্যেক বছরই বিভিন্ন হোলি পার্টিতে বলিউড তারকাদের দেখা মেলে। বছরের বিশেষ দিনে প্রচারের আলো নিজেদের দিকে টেনে নেন তারকারা।
তবে এমন বেশ কিছু বলিউড তারকা রয়েছেন, যারা রং উৎসবে গা ভাসিয়ে দিতে মোটেও রাজি নন। হোলির রং গায়ে মাখার বিন্দুমাত্র আগ্রহও নেই তাদের। তালিকায় প্রথম নাম রয়েছে জন আব্রাহামের। তার মতে, হোলির দিন রং উৎসব হলেও, সুযোগের সদ্ব্যবহার করে অযাচিতভাবে নারীদের ছোঁয়ার চেষ্টা করেন অনেকে।
ছোটবেলা থেকেই হোলি খেলতে পছন্দ করেন বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহর। তবে ১০ বছর বয়েসে করণকে হোলির দিন ডিম ছুড়ে মারা হয়েছিল। তারপর থেকেই হোলি খেলা বন্ধ করে দিয়েছেন তিনি।
দাদু রাজ কাপুরের মৃত্যুর পর থেকে হোলি খেলা বন্ধ করে দিয়েছেন কারিনা কাপুর। এদিকে রং ও হোলির জল মোটেও পছন্দ নয় রণবীর কাপুরের। সেই কারণে তাকে কখনো কোনো হোলি পার্টিতে দেখা যায় না। এছাড়া রং খেলতে পছন্দ করেন না রণবীর সিংও।