বিনোদন

বছরে আয় ১৫০ কোটি, বলিউড অভিনেতা আমির খানের কাছে রয়েছে এই ৫টি মূল্যবান সম্পদ

‘পিকে’ ছবির পর থেকে বলিউড অভিনেতা আমির খানের তেমন কোনও হিট ছবি নেই। সময়টা এখন একদমই ভাল যাচ্ছে না তার। বহুদিন অপেক্ষা করার পর ২০২২ সালে মুক্তি পায় তার বহু সাধের ছবি ‘লাল সিং চাড্ডা’। কিন্তু কয়েকশো কোটি টাকা ব্যয় করে তিনি যে ছবি বানান সেখান থেকে উপার্জন হয়েছে মাত্র কয়েক কোটি।

এই ছবির এমন ভরাডুবির পর এখনই আর নতুন ছবি নিয়ে তিনি ফিরতে চান না বলে জানিয়ে দিয়েছেন। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। তবে আমির খানের কাছে এমন কিছু সম্পত্তি রয়েছে যেখান থেকে তিনি চাইলে আজীবন বসে খেতে পারবেন। নয়টি ফিল্মফেয়ার পুরস্কার, চারটি জাতীয় পুরস্কার এবং একটি AACTA পুরস্কার সহ অনেক পুরস্কার পেয়েছেন আমির। এছাড়াও বেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমিরের নামের একাধিক সম্পত্তি।

সম্পত্তির কথা বলতে হলে প্রথমেই বলতে হয় বান্দ্রায় অবস্থিত আমির খানের পাঁচ হাজার বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের কথা। থাকার জন্য নয়, শুধুমাত্র পার্টি করতে এবং মাঝেমধ্যে নিরিবিলিতে সময় কাটানোর জন্য তিনি ৬০ কোটি টাকা দিয়ে এই এপার্টমেন্ট কিনেছেন। এছাড়া গোটা মুম্বাই শহর জুড়ে তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে।

মেরিনা, বেলা ভিস্তা এবং পালি হিলে তার নিজস্ব বাড়ি রয়েছে। সেই সঙ্গে তিনি নাকি বেভারলি হিলস-এও ৭৫ কোটি টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন। মার্সিডিজ বেঞ্জ, রোলস রয়েস এবং ফোর্ডের মত প্রায় ৯-১০টি দামি গাড়ি রয়েছে তার গ্যারেজে। তার মোট সম্পত্তির পরিমাণ এখন ২৩০ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫০০ কোটি টাকার আশেপাশে।

Back to top button