কঙ্গনার অফিস ভেঙে দিচ্ছেন বিএমসি, যা বললেন অভিনেত্রী
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউতের অফিস ভেঙে দিচ্ছেন বিএমসি।কিছু অংশ নাকি ভেঙে ফেলাও হয়েছে। তবে এদিকে জানা যাচ্ছে, আজ মুম্বাইয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইতিমধ্যে তিনি মুম্বাইয়ে রওনা দেওয়ার জন্য এয়ারপোর্টের পথে । কঙ্গনার অফিস ভাঙার জন্য বিএমসির মুখপাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিনায়ক ভিসপুটে বলেন, ‘আমরা আজি কঙ্গনার এই অফিস ভেঙে ফেলবো। এর জন্য অনেক গুলি কাঠামোগত নিয়ম লঙ্ঘন করাও হয়েছে।এটি ভেঙে তারপর পরবর্তী কাজ শুরু করবো।’
এদিকে অফিস ভেঙে ফেলার খবর শুনে এক টুইট করেন কঙ্গনা রানাউত। যেখানে তিনি লেখেন, ‘আমি মুম্বাইয়ে যাওয়ার জন্য এখন এয়ারপোর্টের পথে।বেআইনি ভাবে বেশ কিছু মানুষ আমার অফিস ভেঙে দিচ্ছে। আপনারা চালিয়ে যান। আমি ভেবেছিলাম এর থেকে বেশি কিছু করবো। আপনারা আমার সব কিছু কেড়ে নিলেও আমার মনোবল একই থাকবে।’
বিএমসি মঙ্গলবার কাঠামোগত ত্রুটি খুঁজে পেয়েছিলেন।কঙ্গনার ওই অফিসের গেটে নাকি লাগানো হয়েছিল ৩পাতার একটি নোটিস। এমনকি কঙ্গনার জবাবও নাকি শুনতে চেয়েছিলেন। কিন্তু কঙ্গনার জিওবাবে বিএমসি যেন সন্তুষ্টি হতে পারেননি। এদিক অভিনেত্রীর আইনজীবী বলেন, ‘বিএমসির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই মুহূর্তে কোনো কাজই চলছে না অফিসে।’কিন্তু অপর দিকে বিএমসির দাবি, নোটিশ পাওয়ার পরও কঙ্গনার অফিসের কাজ চলছে। আর সে কারণেই বেআইনি ভাবে ভেঙে ফেলা হচ্ছে অভিনেত্রীর অফিস।