বিনোদন

বাংলা ধারাবাহিকেও এখন নীল সাদা হাওয়াই চটি! বাংলা মিডিয়ামের ইন্দিরার কান্ড দেখে হাসি থামছে না নেটিজেনদের

বর্তমানে স্টার জলসার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে একটি হল ‘বাংলা মিডিয়াম’ ।এই সিরিয়ালের হাত ধরেই বাংলা ধারাবাহিক প্রেমিকরা ফিরে পেয়েছেন কৃষ্ণকলি ধারাবাহিকের জনপ্রিয় জুটি নিখিল-শ্যামাকে।

কারণ এই ধারাবাহিকের নায়ক নায়িকা ইন্দিরা-বিক্রম চরিত্রে কেন্দ্র করে নতুন রূপে ফিরেছেন জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচা। প্রথম দিকে এই জুটি দর্শকদের মনে জায়গা না করতে পারলেও ইদানিং এই জুটি দর্শকদের প্রিয় হয়ে উঠেছে।

বর্তমানে বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। তবে একথা ঠিক যে কোনো সিরিয়াল মানেই ব্যবসা।আর একটি ধারাবাহিক পর্দায় টিকে থাকে টিআরপির ফলের ওপর। তাই বেশি টিআরপির চক্করে মাঝেমধ্যেই ধারাবাহিকগুলিতে বিভিন্ন ধরনের আজগুবি গল্প দেখানো হয়ে থাকে।এমনই এক আজগুবি কান্ড ঘটিয়ে বসেছেন বাংলা মিডিয়ামের নায়িকা ইন্দিরা।

এই ইন্দিরার দোলাতেই এবার বাংলা ধারাবাহিকে এসে গিয়েছে নীল সাদা চটি। এমনিতে পচিমবঙ্গে নীল সাদা জুতো কিংবা শাড়ির কথা উঠলে প্রথমেই এক রাজনৈতিক দলের এক বিশেষ ব্যক্তির কথা মনে পরে । সে কথা আলাদা করে বলার কিছু নেই।

সম্প্রতি ধারাবাহিকের একটি এপিসোডে দেখানো হয় সিরিয়ালের অসীম সাহসী নায়িকা ইন্দিরার সামনে বন্দুকধারী গুন্ডা দাঁড়িয়ে থাকলেও ভয় না পেয়ে পা থেকে নীল সাদা রঙের চটিটি খুলে ছুঁড়ে মারলে গুন্ডার হাত থেকে বন্ধুকটি পরে যায়।

Back to top button