VIRAL: প্রায় প্রতিদিনই আসছে নতুন ভিডিও, চলে এল বাদাম কাকুর নতুন গান ‘বাদাম নেবে বুবু’

গোটা ভুবন এখন ভুবনেই মত্ত। বীরভূমের বাদামকাকুর উপস্থিতি এখন ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশেও। লন্ডন থেকে লাস ভেগাস, অস্ট্রেলিয়া থেকে তানজানিয়া- ভুবন বাদ্যকরের গানের জাদুতে বুঁদ আট থেকে আশি!
দেশি-বিদেশি সেলিব্রিটিরাও তার বাদাম গানে নাচতে ব্যস্ত। মাথায় গামছা বেঁধে, সাইকেলে ঝুড়ি চাপিয়ে যিনি বীরভূমের ছোট গ্রামে গান গেয়ে বাদাম বেঁচতেন! রাতারাতি তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। ভুবনের জীবনেও এসেছে বিপুল পরিবর্তন। কালো রঙের ঝলমলে ব্লেজারে এখন তিনি রকস্টার।
সম্প্রতি কলকাতার এক পাঁচতারা হোটেলের নাইটক্লাবে পারফর্ম করলেন ভুবন। আর তার সেই কাঁচা বাদামের ছন্দে কোমর দোলালেন টলিপাড়ার তারকারাও। ভুবন বুঝিয়ে দিলেন, গোটা দুনিয়া তার কাঁচা বাদামেই আটকে রয়েছেন! তবে তিনি এখানেই থেমে থাকছেন না।
আর এবার তার কণ্ঠে শোনা গেলো নতুন গান বাদাম নেবে বুবু। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে ভুবন বাদ্যকরের নতুন গানের ভিডিও। সেই গানে তিনি দৈত্ব কণ্ঠে গান গাইছে অন্য এক গায়কের সাথে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।







