বাড়ির বৌমাকে সারাক্ষন বিরক্ত করছে বাবুর মা! এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার শাশুড়ির পাশে দাঁড়ালেন পর্ণা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হয়ে উঠেছে ‘নিম ফুলের মধু’। খুব কম সময়ের মধ্যেই এই ধারাবাহিকটি লোকের আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে গল্পের নায়িকা পর্ণা এ যুগের আধুনিক মেয়ে হলেও তার চিন্তাভাবনা বাকিদের থেকে একেবারে আলাদা।
তা সে যৌথ বাঙালি পরিবারে বিয়ে করার শখ হোক কিংবা পারিবারিক অশান্তির মধ্যে থেকেই সবার সাথে মিলেমিশে থাকার অদ্ভুত ক্ষমতা। সবেতেই দত্ত বাড়ির এই বৌমা তার ব্যাবহারে কিংবা আচার আচরণে মুগ্ধ করে চলেছে বাংলা ধারাবাহিক প্রেমিকদের। সেইসাথে অল্প দিনেই দর্শকদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছে এই ধারাবাহিকের নায়ক-নায়িকা সৃজন-পর্ণা অনস্ক্রিন রসায়ন।
শাশুড়ি বৌমার কূটকচালী নিয়ে তৈরী এই ধারাবাহিকটি মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাস্তব জীবনের সাথে হুবহু মিলে যায়। তাই ঘটনা গুলো দেখে দর্শকরা ক্ষেপে উঠলেও এই ধারাবাহিকের একটাও এপিসোড মিস করেন না দর্শক। তার প্রমান পাওয়া গেছে টিআরপির তালিকাতেও। চলতি সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে এই ধারাবাহিকটি।
ছেলেকে বিয়ে দেওয়ার পরে সৃজন অর্থাৎ বাবুর মা ছেড়ে হাত ছাড়া হয়ে যাচ্ছে কিনা সেই দুশ্চিন্তা সারাক্ষন বয়ে বেড়ান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শেষ নেই। দর্শকরা যতই পর্ণার শাশুড়ি সৃজনের চরিত্রে ক্ষেপে উঠুক না কেন। বাস্তবে পর্ণা তার শাশুড়ি মায়ের পাশেই দাঁড়ালেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ট্রোলিং প্রসঙ্গে অভিনেত্রী খুবই স্পষ্ট ভাষায় বলেছেন ‘আমি মিম হওয়াকে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি। আমার মনে হয়, মানুষের শত কাজের মধ্যেও তাঁরা আমাদের কাজ দেখছেন এবং মিম বানাচ্ছেন। এটাকে আমি সাফল্য হিসেবেই ধরি।’