বিনোদনভাইরাল ভিডিও

শ্যুটিংয়ের শেষে জমে গেল আড্ডা, থালা বাজিয়ে সকলে গান ও তুমুল নাচে মেতে উঠলো ‘কৃষ্ণকলি’র টিম

‘কৃষ্ণকলি’ ধারাবাহিক সকলেরই প্রিয় একটি ধারাবাহিক। জী বাংলায় এটি একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক। ধারাবাহিকের প্রত্যেকের অভিনয় ধারাবাহিকটিকে অন্য মাত্রা দেন করেছে। বিশেষ করে শ্যামা ও নিখিলের অভিনয় ও তাদের প্রেমের সুন্দর সম্পর্ক।

জী বাংলায় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক সকলের প্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি এই ধারাবাহিক পার করে ফেললো ১০০০ পর্ব। কিন্তু তবুও কমেনি ধারাবাহিকের জনপ্রিয়তা। এমনকি ১০০০ পর্ব পার করার আনন্দে এই ধারাবাহিকের কলাকুশলীরা বড় কেক কেটে সেলিব্রেশন করেছিলেন । এমনকি শ্যামা বলেছিলেন এবার নাতি নাতনী চাই। কিছুদিন আগেই নিখিলের বাবা পরলোকগমন করেছেন। সমস্ত ব্যাবসার দায়িত্ব বর্তমান নিখিলর আর তার বড়দা মিলে একাই সামলাচ্ছে। পাশাপাশি নিখিল খুঁজে পায় তার হারিয়ে যাওয়া ছেলেকে।

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের সায়েম ওরফে তিয়াশা অভিনয় জগতে এটি ব্যাস্ত যে তার স্বামী সুবানের সাথেও বেশি দেখা করতে পারেন না। অপরদিকে নিখিল-এর ভূমিকায় নীল ভট্ট্যাচার্য অভিনয় করেন তার পাশাপাশি তার স্ত্রী তৃনা সাহাও অভিনয়ের সাথেই যুক্ত। যার ফলে তাদের কল আসলেই বেরিয়ে যেতে হয় শ্যুটিংয়ে। যারা অভিনয় জগতের সাথে যুক্ত তাদের এরকম ব্যাস্ততার মাঝেই কাটাতে হয়। এক নাগাড়ে শ্যুটিং করতে করতে অনেক সময় মাথা খারাপ হয়ে যায়। সারাদিন লাইট ক্যামেরা অ্যাকশন স্ক্রিপ্ট মুখস্থ, মেক আপ।

তবে শ্যুটিং করলেও তাদের তো সময় কাটাতে ও মজা করতে ইচ্ছে করে। তাই শ্যুটিং শেষে প্রায়সময় মজাতে মাতেন কৃষ্ণকলি টিম। তবে যেকোনো মজায় শ্যামা কমন। ইনস্টাগ্রাম রিল হোক বা ফেসবুক ভিডিও, শ্যামা সবসময় এক পায়ে খাড়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে শ্যামা তার পর্দার স্বামী নিখিল, ছেলে মেয়ে জামাইকে নিয়ে হিন্দি গানের ভিডিও বানিয়েছে। বেশ হৈ হুল্লোড় করেই সেটের মধ্যে মজা করতে দেখা যায় শ্যামাকে। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

Back to top button