বড় সেলিব্রেটি হয়েও মাটির মানুষ, ভরা স্টেডিয়ামে ধোনির পা ছুঁয়ে প্রনাম করলেন অরিজিত, মুগ্ধ সকলে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হয়েছে অরিজিৎ সিংয়ের মন ভোলানো সুর, তামান্না ভাটিয়া ও রাশ্মিকা মান্দানার দুরন্ত নাচের মাধ্যমে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হয় আইপিএল ২০২৩ এর এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ফের একবার সকলের মন জয় করলেন অরিজিৎ সিং। তার সহজ-সরল জীবনযাত্রা বরাবরই মুগ্ধ করে এসেছে সকলকে।
বলা চলে ভারতের সংগীত জগতের বাদশা হলেন অরিজিৎ। আর তার গান প্রতিবারই মুগ্ধ করে ভক্তদের। তবে, এবার তার সরলতা আবারও একবার মুগ্ধ করলো সকলকে। শুক্রবার ছিল আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এই শো। আর সেখানে ‛পাঠান’ থেকে শুরু করে ‛কেশরিয়া’, ‛দেবা দেবা’ সহ একাধিক গানে মঞ্চ মাতান অরিজিৎ।
আইপিএলের উদ্বোধনী মঞ্চে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রজার বিনি, বিসিসিআই সচিব জয় শাহ, চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর সেই উদ্বোধনী মঞ্চেই অরিজিৎ ধোনির পা ছুঁয়ে করলেন প্রণাম। গায়কের এই আচরণে এতটাই অবাক হয়ে যায় ধোনি যে অরিজিৎকে আটকাটেও পারেনি। বয়সের দিক থেকে ধোনি অরিজিতের থেকে বড়।
ভরা মাঠে সকলের সামনে এমন একজন নামকরা ব্যাক্তিত্ব হয়েও তিনি যে মাথা ঝোঁকাবেন তা ভাবা কঠিন। কিন্তু অরিজিৎ সব কঠিনকেই সহজ করে নেন। সম্প্রতি এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আরও একবার সকলের মনজয় করে নিয়েছেন মাটির মানুষ অরিজিৎ সিং।