বিনোদন

ঠাকুমার ভালোবাসা পেতে ঐন্দ্রিলাকে নিয়ে অঙ্কুশ দিলেন রওনা, খাবার খেলেন পেটভরে, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

‛ঠাকুমার আদর’ প্রতিযোগিতায় যারা জিতবেন তাদের বাড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা এবং তাদের টিমের সদস্যরা যাবেন। এমনই কথা ছিল। আর সেই কথা রাখতেই রবিবার ‛ঠাকুমার আদর’ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগী শুভ্রনীলের বাড়ি পৌঁছালেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। শুভ্রনীলের বাড়ি পৌঁছানো মাত্রই শঙ্খ বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়। শুভ্রনীলের ঠাকুমা তো অঙ্কুশ-ঐন্দ্রিলাকে পেয়ে ভীষণ খুশি হন।

এদিন খাওয়া-দাওয়া থেকে দেদার আড্ডা চলে শুভ্রনীলের বাড়িতে। এদিন অঙ্কুশ ও ঐন্দ্রিলা আসবে শুনে শুভ্রনীলের বাড়ির লোকজন ভোর ৪ টে থেকে রান্নায় লেগে পড়েন। ফ্রায়েড রাইস, মাটন, চাটনি, ফ্রুট স্যালাড একেবারে পঞ্চব্যঞ্জনে সাজিয়ে দেওয়া হয় তাঁদের। অঙ্কুশও একেরপর এক পদ চেখে দেখেন। এমনকি ঐন্দ্রিলাও তাদের রান্নার প্রশংসা করেন।

এই খাওয়া দাওয়ার মাঝেই একজন বলেন অঙ্কুশ দা বলেই সব খাবার খেয়েছে। অন্য কেউ হলে ছুঁয়েও দেখতো না। তারপরই অঙ্কুশ বলেন এটাকে অন্যভাবে নেবেন না। ও বলতে চাইছে অঙ্কুশ দা খুবই ভালো মনের মানুষ।

 

View this post on Instagram

 

A post shared by Dipu (@ankush.official)

এমনকি এদিন যাওয়ার পথে নিজের ছোটবেলার বন্ধুর দোকান থেকেও লস্যি খেতে দেখা যায় অঙ্কুশকে। এমনকি শুভ্রনীলের বাড়ি থেকে বেরোনোর পথে ভক্তদের সঙ্গে ছবি তোলেন অভিনেতা।

Back to top button