বিনোদন

আর ছোট পর্দায় নয় সকলের প্রিয় ঊর্মি এবার বড় পর্দায়! ভীষণ খুশি অনুরাগীরা

সকলের প্রিয় ঊর্মি আবার টিভির পর্দায়। কিন্তু এবার ছোট পর্দায় নয় বড় পর্দায় আসছে ঊর্মি ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরা। ছোট পর্দা থেকে বিদায় নিয়ে এবার বিগ বাজেটের সিনেমায় পা রাখতে চেলেছে এই অভিনেত্রী।

‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের পর আর কোনো ছোট পর্দায় তাকে দেখতে না পাওয়ায় তাকে ভীষণভাবে মিস করছিল তার ভক্তরা। এরই মধ্যে অভিনেত্রীর টিভির পর্দায় ফিরে আসার খবর শুনে ভীষণ খুশি অনুরাগীরা।

ছোট পর্দায় নিজের অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নেওয়ার পর এবার সুযোগ বড় পর্যায় নিজের অভিনয়কে ফুটিয়ে তোলা।মৈনাক ভৌমিকের পরিচালনায় চিনি ছবির সিক্যুয়েল দেখা যাবে অন্বেষাকে। সম্প্রতি ‘চিনি ২’-তে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায়তে জানিয়েছেন তিনি।

এক সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী অন্বেষা জানিয়েছেন, “‘চিনি তো চিনি, মানে মধুমিতা। তবে আমিও একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছি। আমি জানি আমার কাছে এই প্রশ্নগুলো আসবে। কর্তৃপক্ষের তরফ থেকে এক্ষুনি আমার চরিত্রটা কী সেটা সঠিক ভাবে জানাতে না করেছে। তবে এটুকু বলতে পারি যে, এই চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। সিনেমার কাজ বেশ ভাল লাগছে। টিমটাও খুব ভালো। মৈনাকদা ভীষণ ভাল। আমি মনে করি মৈনাকদার সঙ্গে সবার অন্তত একবার কাজ করা উচিত। কারণ উনি এত ভালো একজন পরিচালক।’

Back to top button