বিনোদন

Puspa: ১দিনে আয় ৭১ কোটি! আলু অর্জুনের ‘পুস্প’ ভেঙে ফেললো KGF এর রেকর্ড

তেলেগু তারকা আল্লু অর্জুনের নতুন সিনেমা মানেই বক্স অফিসে হিট আর রেকর্ডের হাতছানি। এবারও ব্যতিক্রম হলো না। মুক্তির দিনের সংগ্রহে ‘কেজিএফ’ সিনেমাকে টপকে গিয়েছে আল্লুর ‘পুষ্প : দ্য রাইজ’।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করেছে। নির্মাতারা জানিয়েছেন, প্রথম দিনে এ সিনেমার সংগ্রহ ৭১ কোটি রুপি।

টাইমস অব ইন্ডিয়ার খবর, মুম্বাই, দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, বিহার, আসামসহ বিভিন্ন রাজ্যে এ সিনেমা ভালো ব্যবসা করেছে। এ সিনেমায় প্রথম বারের মতো আইটেম গান ‘ও অন্তভ’-তে কোমর দুলিয়েছেন দক্ষিণ ভারতীয় ডিভা সামান্থা রুথ প্রভু।

বলিউডের চিত্রসমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারেও ভালো সংগ্রহ করেছে আল্লুর নতুন সিনেমা।

বাণিজ্য বিশ্লেষক সুরেশ কোন্ডি জানিয়েছেন, ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে খুব বেশি সময় নেবে না ‘পুষ্প : দ্য রাইজ’।

সুকুমার পরিচালিত সিনেমাটি ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প।

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

Back to top button