বিনোদন

Alia Bhat: পতিতার চরিত্রে দুর্দান্ত অভিনয়, গাঙ্গুবাই ছবির সাফল্যে আলিয়ার ‘ব্যতক্রমী উদযাপন’

মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সঞ্জয় লীলা বানসালির ছবির পুরো দৃশ্যজুড়েই আলিয়া। মুক্তির এক সপ্তাহে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি।

ইনস্টাগ্রামে বেশি অ্যাকটিভ আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমের এ প্ল্যাটফর্ম ব্যবহার করে জীবনযাপনের সব খবর তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

বক্স অফিসে ছবির এ সাফল্যে আলিয়া করে বসলেন মজার কাণ্ড, যা দেখে ভক্তরা একেবারে অবাক। বাচ্চাসুলভ আলিয়ার কাণ্ডে পুলকিত নেটিজেনরা।

গাঙ্গুবাই ছবির সাফল্যে ভিন্নধর্মী উদযাপন করেছেন আলিয়া। তবে উদযাপনটি ছিল একেবারে নিজের মতো করে। পেট পুরে ভেজ বার্গার আর ফ্রাইস খেলেন আলিয়া। পরে সেই ছবি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে জানালেন তার মনের কথা।

Back to top button