বিনোদন

সিনেমাতে জনপ্রিয়তা পেয়েও বদলেছেন পেশা! অভিনেত্রী গার্গীর এই সিদ্ধান্তে অবাক সকলে

বাংলার অভিনয় জগতের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন গার্গী রায় চৌধুরী। দীর্ঘ সময় ধরে অভিনয় জগতের সঙ্গে আছেন তিনি। পর্দায় নিজের অভিনয়কে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলার মাধ্যমে সকলের মন জয় করেছেন। প্রথমে বাংলা ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন তিনি কিন্তু এখন ছোটপর্দায় এত একটা দেখা যায়না এই অভিনেত্রীকে। খুব অল্প সংখ্যক ছবিতেই তাঁকে দেখা যায়।

থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন অভিনেত্রী গার্গী।তারই পাশাপাশি রেডিওয় সংবাদপাঠিকা হিসেবেও কাজ করেছিলেন অভিনেত্রী। এরপর ‘শিশিরের শব্দ’ নামের এক বাংলা সিরিজে উকিলের চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার পর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।

অভিনয় জগতে এত জনপ্রিয় হওয়ার সত্ত্বেও গায়িকা হিসেবে পথচলা শুরু করেছেন তিনি।অতনু রায় চৌধুরীর সিনেমা ‘শেষ পাতায়’ ‘আমার জ্বলেনি আলো’ গানটি অভিনেত্রী গার্গীর গাওয়া।ইতিমধ্যেই সেই গান সকল দর্শকের মন ছুঁয়েছে ।

গার্গী জানান, ছবির পরিচালক তাঁকে এই সিনেমার দু’টি গান গাওয়ার দায়িত্ব তাঁকেই দিয়েছেন । এর মধ্যে ‘আমার জ্বলেনি আলো’ গানটি সকলের মন ছুঁয়ে গিয়েছে। গার্গী জানান, প্রথাগত সঙ্গীত শিক্ষা তাঁর নেই। তাই তিনি যেভাবে রবীন্দ্র সংগীতকে অনুভব করেন, সেভাবেই গানটি গেয়েছেন।

গার্গী এমন একজন অভিনেত্রী যিনি এখনকার শিল্পীদের মতো একসাথে একাধিক কাজ নেন না। অভিনেত্রীর কথায়, তিনি এক বছর চারটে ছবি করেন না। তিনি চেষ্টা করেন, তাঁর অভিনীত এক একটি চরিত্র যেন একে ওপরের থেকে আলাদা হয়। আগামী দিনে যদি ওয়েব সিরিজে মনের মতো কাজ পেলে সেখানেও কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।

Back to top button