কীর্তন করেই কোটিপতি, তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির সম্পত্তির পরিমাণ এলো প্রকাশ্যে

অদিতি মুন্সী এক পরিচিত ও জনপ্রিয় কীর্তনীয়ার নাম। স্বামী রাজনৈতিক হলেও তিনি গড়ে তুলেছেন নিজের পরিচয়। আর এই জনপ্রিয় কীর্তন শিল্পী কীর্তনের জগৎ থেকে রাজনীতির মঞ্চে পা রেখেছেন মার্চ মাসের ৪ তারিখ।
তৃণমূলের কংগ্রেসে যোগ দিয়ে তিনি এবার পা রেখেছেন রাজনীতির আঙিনায়। তিনি এবার বিধানসভার নির্বাচনে লড়াই করছেন রাজারহাটের গোপালপুর বিধানসভা থেকে। তার বিপরীতে প্রতিদ্বন্ধিতায় আছে বিজেপির শমীক ভট্টাচার্য্য ও সংযুক্ত মোর্চার শুভজিৎ দাসগুপ্ত।
মনোনীত প্রার্থী হওয়ার পরেই অদিতি মুন্সী ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তার মনোয়ন পত্র। নির্দেশিকা মতো জমা দিয়েছেন তার হলফনামা। যে হলফ নাম অনুসারে জানা যাচ্ছে তার সম্পত্তি ও ঋণের পরিমান।
অদিতি মুন্সীর নিজের সম্পত্তির পরিমান প্রায় কোটি টাকা। তার শিক্ষাগত যোগ্যতা হলো তিনি ২০১১ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে কীর্তনে স্নাতকোত্তর করেন। তিনি তার পেশা হিসেবে বর্ণনা দিয়েছেন একজন সংগীত শিল্পী ও সংগীত শিক্ষিকা হিসেবে।
মনোয়ন পত্রের হলফ নামায় অদিতি মুন্সি জানিয়েছেন যে তার হাতে রয়েছে দেড় লক্ষ টাকা পাশাপাশি তার স্বামীর হাতে ছিল ৪৫ হাজার টাকা। জনপ্রিয় এই কীর্তনীয়ার ব্যাঙ্ক ,বাড়ি। গাড়ি ও গয়না মিলিয়ে রয়েছে ৭৫ লক্ষ ৯২ হাজার ২৬১.০৮ টাকা।
পাশাপাশি তার স্বামীর সম্পত্তির পরিমান ২৩ লক্ষ ৩১ হাজার ৮৪৩.৭৪ টাকা।যার মধ্যে অদিতি মুন্সীর ব্যক্তিগত গয়না রয়েছে ৩৫০ গ্রাম ওজনের সোনার গয়না, যার মূল্য ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা।রয়েছে দুটি গাড়ি যার একটির মূল্য ১৮ লক্ষ্য ৪৫ হাজার টাকা ও অপরটির মূল্য ৩২ লক্ষ ৭৯ হাজার টাকা। সেই সাথে রয়েছে ব্যাঙ্ক ও জীবনবীমা সেই সাথে ঋণ রয়েছে ১২ লক্ষ ৪২ হাজার ২৮ টাকা। এচাড়াওই তার স্বামীর নেই কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তি।