বুড়ি বয়সে ভীমরতি! রিল ভিডিও বানিয়ে ট্রোলের শিকার অভিনেত্রী শ্রাবন্তী

টলিউডের এক অতি পরিচিত অভিনেত্রী ‘শ্রাবন্তী চট্টোপাধ্যায়’। তার অভিনয় দক্ষতা বা সৌন্দর্য কোন কিছু নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবুও বারংবার বিতর্কের পাতায় উঠে আসেন তিনি। টিভির পর্দা ছাড়াও সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। নিত্যনতুন লুকে তিনি হাজির হন সোশ্যাল মিডিয়ার পাতায়।
কিছুদিন আগেই ‘কাবেরীর অন্তর্ধান’ নামক ছবিতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। তবে এইসবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার পাতাতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। যে কেউ একেবারেই ঘায়েল হয়ে যায় তার রূপে।
তবে এবার তাকে ‘বুড়ি’ বলে আখ্যায়িত করল দর্শকরা। হঠাৎ করে কেন এমন শুনতে হলো তাকে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় Did u Check On Me নামের একটি ট্রেন্ডিং গানে তাকে নাচতে দেখা গেছে। এই নাচে অভিনেত্রীর পরনে ছিল একটি থাইস্লিট ফ্লোরাল প্রিন্ট ওয়ান পিস।
এই গানের সাথে ব্যালকনিতে দাঁড়িয়ে নাচ করেছেন অভিনেত্রী, আর যার ফলেই তাকে শুনতে হয়েছে চরম কটাক্ষ। কেউ কেউ তাকে বলেছে, “পোলার বিয়ারের মতো সাদা”। আবার কেউ বলেছেন, “বুড়ি বয়সে ভীমরতি”।