বিনোদন

মমতা বন্দ্যোপাধ্যায় ও চিকিৎসকের চরিত্রে মিথিলা! সিনেমায় অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

পুজোর বাকি আর মাত্র এক মাস। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই পুজোর শপিং শুরু করে দিয়েছেন। কেউ অনলাইনে শপিং করছেন, কেউ আবার করোনা আতঙ্ক বুকে নিয়েই ছুটছেন দোকানে শপিং করতে। তবে এবারের পুজো রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiyat Rashid Mithila)-র কাছে স্পেশ‍্যাল।

কারণ এই বছর বাংলাদেশের পরিবর্তে কলকাতায় থাকছেন মিথিলা। সবার মতোই মিথিলাও যথেষ্ট উচ্ছ্বসিত পুজো নিয়ে। বাংলাদেশের মেয়ে মিথিলার বরাবর দুর্বলতা রয়েছে ঢাকাই জামদানির প্রতি। তাই এবার কলকাতার পুজোতেও ঢাকাই জামদানি পরবেন মিথিলা। ছোটবেলায় বাংলাদেশের সিদ্ধেশ্বরী মন্দিরের পুজো উপভোগ করতেন মিথিলা। কিন্তু তাঁর কাছে কলকাতার পুজোর আকর্ষণ কম নয়।

এবার পুজোর মুখেই মিথিলার জন্য এলো আরও দুটি সুখবর। চারটি ছোট গল্পে ‘নীতিশাস্ত্র’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা অরুণাভ খাসনবিশ। সেখানে ‘ধী’ গল্পে অভিনয় করছেন মিথিলা, এতে তাঁকে দেখা যাবে একজন চিকিৎসকের চরিত্রে। এই গল্পে মিথিলার সঙ্গী অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়।

এ খবর স্বীকার করে অভিনেত্রী বলেছেন, ‘কলকাতার কাজের সঙ্গে এখনও ভালো করে পরিচিত হইনি। এই মুহূর্তে ভালো চিত্রনাট্য আর বলিষ্ঠ চরিত্র দেখে কাজ বেছে নিচ্ছি।’

তবে যে খবর মিথিলা এখনও স্বীকার করেননি, তা হচ্ছে— পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা মদন মিত্রের জীবনীভিত্তিক সিনেমা নির্মিত হচ্ছে টালিগঞ্জে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন মিথিলা। সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ করলেও, এ প্রসঙ্গে মিথিলার ভাষ্য, ‘আমি এই সম্পর্কে এখনও কিছুই জানি না।’

Back to top button