বিনোদন

মায়ের কোলে ছোট্ট সন্তান, আদর খেতে ব্যস্ত কেশব, নিজেকে ‘কেশব-জননী’ বলে পরিচয় দিলেন মধুবনী

প্রথমবার মা হওয়ার অনুভূতি অন্যরকম। প্রত্যেক মা চায় তার সন্তান যেন বড় হয়ে খুব ভালো একজন মানুষ হয়। করোনা আবহের মধ্যেই বহু অভিনেত্রীরা মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন। অভিনেত্রী মধুবনীও মা হয়েছেন এই করোনা পরিস্থিতির মাঝেই। মধুবনী গোপাল ঠাকুরের ভক্ত, তাই এর আগে কৃষ্ণের নামে তাঁর পুত্রসন্তানের নাম রেখেছিলেন কেশব। এবারে তিনি নিজেকে ‘কেশব জননী’ বলে পরিচয় দিলেন। একমাত্র ছেলেকে নিয়ে বেশ খুশিতে দিন কেটে যাচ্ছে অভিনেত্রীর।

অভিনেত্রী মধুবনী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন মাঝেমধ্যেই নিজের ও ছেলের সাথে নানান ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমান একমাত্র ছেলেকে নিয়েই স্বপ্ন রাজা-মধুবনীর। সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যেখানে পরম মমতায় কেশবকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন মধুবনী। মায়ের কোলে আদর খেতে ব্যাস্ত ছোট্ট কেশব। ছবি পোস্ট করে ক্যাপশনে দিয়েছেন,”কেশব জননী”।

ষ্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ছিল ‘ভালোবাসা ডট কম’। সেই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীকে। এই ধারাবাহিকের মাধ্যমেই বাঙালি টেলিভিশন জগতে প্রবেশ করেন এই জুটি। সেই সময়ের একটি হিট জুটি হল ওম-তোড়া। তাদের প্রেম দেখার জন্য কেউই মিস করতো না তাদের ধারাবাহিক। তবে রিল লাইফে প্রেম করতে করতে তারা রিয়েল লাইফে প্রেমের সম্পর্কে জড়িযে পড়েন। এরপর ধারাবাহিক শেষ হলে ২০১৭ সালে তারা সাত পাকে আবদ্ধ হয়ে যান।

বর্তমান অভিনেতা রাজা গোস্বামী অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। আর অন্যদিকে মধুবনী বর্তমান কোনো ধারাবাহিকে কাজ করছেন না। তার পাশাপাশি তিনি নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। যেটি উত্তর কলকাতার আহিরিটোলায়, যার নাম দিয়েছেন ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’।

রিপোর্ট-বাবন দেবনাথ

Back to top button