মৌয়ের ঘাড়ে ‘আম্মা’র গয়না চুরির অপবাদ দিল বীথি, মেয়েবেলা’র আসন্ন পর্বে রয়েছে বড় চমক
স্টার জলসার নতুন ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো মেয়েবেলা। কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিকটি সকল দর্শকদের নজর কেড়েছে। এই ধারাবাহিকের গল্পটি বাস্তব জীবনের সাথে মিল থাকায় দর্শকদের প্রিয় হয়ে উঠেছে। কিভাবে এক ছাদের নিচে থাকতে থাকতে মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পকেই খুব সুন্দর ভাবে টিভির পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে। আর এখন তো সিরিয়ালের প্রত্যেকটি পর্বই টানটান উত্তেজনার হচ্ছে।
ধারাবাহিকের আসন্ন পর্বে আবার যেমন দেখানো হবে, মৌয়ের ঘাড়ে এসে পড়বে চুরির অপবাদ। আর এই অপবাদের ফন্দি এঁটেছে বীথি। এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন যে, মৌকে পছন্দ করে না বীথি। সে চায় মৌ এবং ডোডোকে আলাদা করতে। এই কারণে বীথি ঠিক করেছে, মা মরা মৌয়ের কাছে সে মায়ের মতো হয়ে ওঠার নাটক করবে। আর সেই নাটক করেই মৌ-ডোডোকে আলাদা করবে। তবে এবার ভয়ঙ্কর একটি ফাঁদ পেতেছে বীথি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘মেয়েবেলা’র একটি নতুন প্রোমো।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, মৌ-এর কলেজ যাওয়া বন্ধ করার জন্য একটি ফন্দি এঁটেছে বীথি। ভিডিওতে দেখা গিয়েছে, বীথি একাই একাই বলছে, ‘আম্মার সোনার চেন না পাওয়া গেলে সাধের নাত বৌ কি আর কলেজ যেতে পারবে? আমি মৌয়ের সবকিছু বন্ধ করে দেব। ঠিক যেমনটা আপনি আমার সঙ্গে করেছিলেন’। দর্শকরা অনুমান করছেন এই চুরির অপবাদ মৌয়ের ঘাড়ে দেবে বীথি। ওদিকে আবার আম্মা ডোডোকে বলে, দাদুভাই আমার সোনার চেনটা পাওয়া যাচ্ছে না। যে আমার এই চেন নিয়েছে তাঁর ভালো হবে না।
এরপরই মিত্র বাড়িতে ডেকে আনা হয় এক গুনীনকে। তিনি বাটি দিয়ে চোর খুঁজে দেবে বলে জানান। সেই ব্যাক্তির কথা শুনে মৌ বলে, ‘কোনও বুজরুকি দিয়ে নয়, এবার চোর ধরব আমি নিজে’।