বিনোদন

৮ কোটি টাকা দিয়ে ২০ তলায় ফ্ল্যাট কিনলেন অক্ষয় কুমার, কি কি আছে ফ্ল্যাটের সুবিধে? জেনেনিন একঝলকে

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এখন পারিবারিক জীবন উদযাপন করছেন। এরই মধ্যে খবর, মুম্বাইয়ের পশ্চিম খারে বেশ মোটা অঙ্কের অর্থ ব্যয়ে অ্যাপার্টমেন্ট কিনেছেন।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, অ্যাপার্টমেন্টটির আয়তন ১৮৭৮ স্কয়ার ফিট। পশ্চিম খারে জয় বিল্ডার নির্মিত জয় লিজেন্ড ভবনের ২০ তলায় ওই অ্যাপার্টমেন্ট। ভবনে তিনি চারটি গাড়ি রাখতে পারবেন।

যা হোক, এ জন্য অক্ষয়কে খরচ করতে হয়েছে ৮ কোটি । বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে এ বছরের ৭ জানুয়ারি।

কিছুদিন আগের খবর, ২০২১ সালের ডিসেম্বরে আন্ধেরিতে নয় কোটি রুপি দিয়ে একটি অফিস কিনেছেন অক্ষয় কুমার। বর্তমানে স্ত্রী টুইঙ্কেল খান্না ও দুই সন্তানকে নিয়ে সমুদ্র-তীরবর্তী জুহুতে থাকেন অক্ষয়।

এবার কাজের প্রসঙ্গে আসা যাক। অক্ষয়ের হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে—বচ্চন পান্ডে, পৃথ্বীরাজ, রক্ষা বন্ধন, রাম সেতু, মিশন সিনড্রেলা, গোর্খা এবং ওএমজি টু। এ ছাড়া অ্যামাজন প্রাইমের দ্য এন্ড সিরিজে দেখা যাবে এ সুপারস্টারকে।

Back to top button