বিনোদন

২০১৩সালেই করোনা ভাইরাসের পূর্বাভাস দিয়েছিলো ‘সিআইডি’!

আজ গোটা বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাস চলছে তা কিন্তু ভারতে দীর্ঘদিন ধরে সম্প্রচার হওয়া জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘সিআইডি’র একটি পর্বে আগেই জানানো হয়েছিল জানেন কি? জানা যায়,২০১৩ সালে সম্প্রচার হয় ‘দ্য কেস অব দ্য ডেডলি ভাইরাস’ পর্বটি।যেখানে মানুষের হাঁচি,কাশি সম্পর্কে বেশ জানানো হয়েছিল।আর এই কথা সম্প্রতি সকলের কাছে স্মরণ করেছেন ওই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা শিবাজি সতম, যিনি সেখানে অভিনয় করেছিলেন এসিপি প্রদ্যুমনের ভূমিকায়।

অভিনেতা শিবাজি জানিয়েছেন যে, ‘সিআইডি’তে আমার সবথেকে অন্যতম ২০১৩ সালের ‘দ্য কেস অব দ্য ডেডলি ভাইরাস’ পর্বটি।যেখানে বর্তমান এই করোনা ভাইরাসের সঙ্গে অনেক মিল রয়েছে।সেখানেও এক অজানা ভাইরাসের মুখোমুখি হয়ে মানুষ সারাক্ষন মাস্ক পড়তো।এমনকি সবসময় সারা শরীর ঢাকার জন্য পোশাক পড়তো।ওই পরিস্থিতিতে আমাদেরও তাই পড়তো হতো।

অভিনেতা শিবাজী আরো বলেন যে,’ওই পর্বে একটি প্রাণঘাতী ভাইরাস জনসংখ্যাবহুল দেশটিতে ছড়িয়ে পড়তে পারে। সেই ভাইরাসটি একটি ছোট শিশিতে ছিল। একটি ওষুধ কোম্পানির কর্মী ওই শিশিটি চুরি করতে চা এবং পরে সিআইডি তা জানতে পেরে জোর তদন্দ চালানো শুরু করেন । তখন আমি ও আমার গোয়েন্দা টিম সেই অবস্থা থেকে রক্ষা করি।’এমনকি এই রোগটি শুধু মানুষের শরীরেই নয়,বন্যপ্রাণীদের শরীরেও কিন্তু তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে ।আর এই রজার একমাত্র আরোগ্য হলো মৃত্যু।

Back to top button