বিনোদন

নোবেলের ‘তামাশা’য় ৯ ঘণ্টায় ৯৪ হাজার ডিসলাইক

জি-বাংলা রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে পরিচয় পাওয়া নোবেল মৌলিক গান গেয়ে এখনো পর্যন্ত ভক্তদের মন ছুতে পারেনি । রবিবার(৭জুন) নোবেল তার তৃতীয় মৌলিক গানটি প্রকাশ করেছে।নোবেল ভেবেছিলেন এই গানটি হয়তো ভক্তদের মন ছুতে পারবে। কিন্তু তা হয়নি। পুরোটাই ব্যতিক্রম হয়ে গিয়েছে। কারণ এই গানটিতে দর্শকদের ভালোবাসা পাওয়ার বদলে পেয়েছে ডিজলাইক। বেশিরভাগ মানুষ তার এই গানটি অপছন্দ করেছেন।

গানটি নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। প্রকাশের ৯ ঘণ্টায় ৪ লাখের বেশি মানুষ দেখেছে। এখানে লাইক পড়েছে ১৮ হাজার ও ডিসলাইক পড়েছে ৯৪ হাজারেও বেশি। ঝড়ের বেগে যেন নোবেলের সেই গানটিতে ডিজলাইকের সংখ্যা বেড়েই চলেছে।’তামাশা’ গানটি প্রচারণার জন্য নোবেল বাংলাদেশ সহ ভারতেও বিতর্ক সৃষ্টি করে ছিলেন নোবেল। কিন্তু যে গানের জন্য নোবেল এতকিছু করলো সেই গানই দর্শকদের হতাশ করে তুললো । আর সে কারণেই নোবেল দর্শকদের কাছে ভালোবাসা না পেয়ে ডিজলাইক ও বাজে বাজে কমেন্ট পেলো।

নোবেলকে কেউ কেউ বলেছেন, ‘কখনোই ছোট মুখে বড় কথা বললে দর্শক প্রিয় হয়ে ওঠা যায়না। এমনকি ফেসবুকেও সংগীত সংশ্লিষ্ট মানুষেরা বলেছেন, যে ‘তামাশা’ গানের জন্য নোবেল কয়েকদিন আগে এতো বাজে বাজে পলিসি নিয়েছিল, সেটা একেবারেই ভুল।’

Back to top button