বিনোদন

চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পাননি মিঠুন চক্রবর্তী, ক্ষুব্ধ অভিনেত্রী দেবশ্রী

২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব (কিফ)— এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসেছিল চাঁদের হাট। বলিউড থেকে উড়ে এসেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাটের মতো তারকারা। বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। ছিলেন টলিউডের তারকারাও। তবে এদিন মঞ্চে দেখা যায়নি ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে। এমনকি মঞ্চে ছিলেন না তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়ও।

বুধবার (২১ ডিসেম্বর) মধ্যমগ্রামে ভাইরাল সারমেয় সন্তুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দেবশ্রী। সেখানেই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে দেবশ্রী বলেন, ‘প্রতিটি শিল্পীকেই সমান সম্মান পাওয়া উচিত। আমি কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়েছিলাম। কিন্তু যোগ্য সম্মান না পেলে আমি কোথাও যাইনা না। তাই অনুষ্ঠানে যাইনি।’

ফিল্ম ফেস্টের উদ্বোধনে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না করায় দেবশ্রী জানান, ‘যেহেতু চলচ্চিত্র উৎসব। তাই সকল অভিনয়শিল্পীদেরই আমন্ত্রণ করা উচিত এবং যোগ্য সম্মান দেওয়া উচিত। আমার মনে হয় একজন শিল্পীকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে রাজনৈতিক কারণ থাকা উচিত নয়। নিশ্চয়ই মিঠুন চক্রবর্তীকে সেই সম্মান দেওয়া হয়নি তাই হয়তো উনি আসেননি। একজন শিল্পী হিসেবে আমার এটাই মনে হয়েছে।’

উল্লেখ্য, মিঠুন চক্রবর্তী অভিনয় জীবনের পাশাপাশি রাজনীতিতেও হাত পাকিয়েছেন। এই মুহূর্তে তিনি বঙ্গ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। রাজ্যের গেরুয়া সংগঠনকে উজ্জীবিত করার ভার তার ওপর। পাশাপাশি তিনি টলি তারকা দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমায় কাজ করেছেন। বড়দিনে তা মুক্তি পাবে।

Back to top button