বিনোদন

কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে জোর সমালোচনার মুখে নোবেল!

ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা-তে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। দুই বাংলার দর্শকরাই তার গানে মুগ্ধ হয়ে যায়। তবে নিজের করা অনেক মন্তব্যে সমালোচনার মুখে পড়েছেন নোবেল ।তবে সম্প্রতি মঙ্গলবার দেশের মিউজিক ইন্ডাস্ট্রিকে প্রায় চ্যালেঞ্জই ছুঁড়ে দিলেন নোবেল।

নোবেলের দাবি, গত ১০ বছরে এই দেশের মিউজিক ইন্ডাস্ট্রি দাঁড়া হতে পারেনি। এমনকি নোবেল নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি বাংলাদেশে । দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শিখাবো, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।অর্থাৎ নোবেল বোঝাতে চাইছেন, গত ১০বছরে যারা সংগীত জগতে কাজ করে গেছেন, আলোচিত হয়েছেন কিংবদন্তিতুল্য হয়েছেন তাদের ২০২০ সালে কীভাবে মিউজিক করতে হয় সেটাই শেখাবেন।

এমনকি শুধু তাই নয়, নোবেল নিজের যোগ্যতার মানদণ্ড উল্লেখ করে বলেন, আমি মাত্র দু-বছর আগে আপনাদের ভালোবাসা নিয়ে এই সংগীত জগতে জন্ম নিয়েছি । দু-বছরে ফ্লপ/হিট গানের সংখ্যা দুই। তোমার মনের ভেতর – অনুপম রায় , আগুনপাখি – শান্তনু মৈত্র ।

নোবেলের এমন মন্তব্য মেনে নিতে পারেনি দেশের সঙ্গীতপ্রেমী মানুষেরা । তারা নোবেলের স্ট্যাটাসের নানা কমেন্টস করে সমালোচনা করেছেন। এছাড়াও নেটিজেনরাও নোবেলের এই স্ট্যাটাস দেওয়া মোটেও ঠিক হয়নি এমনটাই বলছেন।

Back to top button