বিনোদন
৭বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করতে চলেছেন জনপ্রিয় নায়িকা!

বাংলাদেশ ও টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নুসরাত তার প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে ৭বছর চুটিয়ে প্রেম করার অবশেষে বিয়ে করতে চলেছেন। এমনকি তাদের দুই পরিবার থেকেও পাকা কথা হয়ে গিয়েছে। আর একথা নুসরাত নিজেই ফেসবুকে জানিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে নায়িকা নুসরাত জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবার ও বন্ধুদের সহযোগিতায় সাত বছরের প্রেম ২০২০ সালের মার্চে পরিপূর্ণতা পেয়েছে। আমরা একতাবদ্ধ।তবে নুসরাত তার হবু বর রনি রিয়াদকে নিয়ে কিছু বলেননি।
জানা যায়, নুসরাত নাকি এর আগে গণমাধ্যমকে জানিয়েছেন, তার হবু বরের নাম রনি রিয়াদ রশিদ। একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সিইও হিসেবে কর্মরত আছেন। করোনাভাইরাসের দুর্দিন কাটলেই বেশ জমকালো আয়োজনে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তিনি।