বিনোদন

২০২০ তে হলিউডে পাড়ি, সুশান্তের ডায়েরি থেকে উঠে এল নতুন তথ্য

সম্প্রতি খুঁজে পাওয়া গেছে সুশান্তের ২০১৮-১৯ এর ডায়েরি উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু নতুন তথ্য যা নি সন্দেহে তার মৃত্যু রহস্য উদ্ঘাটনে নিতে চলেছে বিশেষ ভূমিকা।

ওই ডায়েরি থেকে জানা গেছে সুশান্তের আশাবাদী কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যেমন তার পরিকল্পনা ছিল ২০২০ সালে তিনি হলিউডে পা দেওয়ার সেই সাথে তৈরী ছিল বছরে ৫০ কোটি টাকা উপার্জনের ব্লুপ্রিন্ট। শুধু ব্লু পরিণতি নয় ডায়েরির তৃতীয় পাতায় ছিল সেই লক্ষ মাত্রা উপার্জনের বিভিন্ন পরিকল্পনা। সেই ডায়েরিতে ছিল বিদেশী লেখক ও পরিচালকদের নিয়ে তার নিজস্ব একটি প্রোডাকশন হাউজ খোলার পরিকল্পনা। সেই সাথে ভেবেছিলেন একটি লিগ্যাল টিম তৈরির পরিকল্পনা যার প্রধান হিসেবে নিয়োগ করার পরিকল্পনা করেছিলেন তার আইনজীবী বোন প্রিয়াঙ্কা আর মেঘাকে।

সেই সাথে ছিল লস এঞ্জেলসে একটি বাড়ি তৈরী করার কথাও।

সুশান্তের ডায়েরিতে পাওয়া এই আকাশছোঁয়া স্বপ্ন দেখে কোনোভাবেই তাঁকে হতাশাগ্রস্ত মনে করা সম্ভব নয়, বরং এইসব স্বপ্নের পরিকল্পিত ব্লুপ্রিন্ট ছকে রাখা তাঁর আশাবাদী মানসিকতারই প্রমাণ দেয়।

Back to top button