বিনোদন

২০২০সাল নয়, ২০২১সালে বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের যে ৩ জুটি

২০২০ সালটা বিটাউনে বিয়ের বছর হওয়ার কথা ছিল । কিন্তু তা আর হলো না। কারণ, গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ফলে চলছে লকডাউন যার ফলে সবাই গৃহবন্দী হয়ে রয়েছে । জানা যায়, অন্তত তিনটি জুটির বিয়ের তারিখ মোটামুটি ঠিক হয়েছিল। আলিয়া ভাট ও রণবীর কাপুর, বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল আর রিচা চাড্ডা ও আলী ফজল। কিন্তু করোনার কারণে আপাতত বিয়ের কথা ভুলে থাকতে হচ্ছে এই তারকা জুটিদের। তবে ২০২১ নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই ৩ জুটি !

ধাওয়ান পরিবারের এক ঘনিষ্ঠ সূত্র বলিউড হাঙ্গামাকে বলেছে, ধাওয়ান ও দালাল পরিবারের পক্ষ থেকে সব আয়োজনের ব্যবস্থা করা হচ্ছিল। তবে আপাতত এসব নিয়ে ভাবছে না এই দুই পরিবার। ২০২১ সালে সব স্বাভাবিক হলে নতুন করে বিয়ের আয়োজন নিয়ে ভাববে তারা।

অন্যদিকে রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়েটা আটকে ছিল ঋষি কাপুরের অসুস্থতার কারণে । কারণ, কথা ছিল, ঋষি কাপুর সুস্থ হয়ে উঠলে তাদের বিয়ে হবে কিন্তু সেটাও হলো। কারণ, ঋষি কাপুর একমাস হলো মারা গেছেন । এমনকি লকডাউন পরে গিয়েছে। তাই ভাট ও কাপুর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২১ সালের দ্বিতীয় ভাগে হবে এই জুটির বিয়ে।

এমনকি আরেকজুটি রিচা চাড্ডা ও আলী ফজল। এই জুটির বিয়েতে কোথায় কী অনুষ্ঠান হবে, কত দিন ধরে হবে, কী পদ খাওয়ানো হবে, কী গান বাজবে, কারা আসবে, কারা নাচবে—সব ঠিক ছিল হয়ে গিয়েছিলো । কিন্তু সব এলোমেলো করে দিল এই করোনা ভাইরাস । তাদের পক্ষ থেকেও জানানো হয়েছে ২০২১ সালে বিয়ে করবেন এই জুটি।

Back to top button