১০০কেজি ওজন থেকে যেভাবে স্লিম ফিগারে পরিণত সারা আলী খান, জানালেন নায়িকা নিজেই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী খানের একসময় ১০০কেজির কাছাকাছি ওজন ছিল। আর সেই ১০০কেজি ওজন কমিয়ে এখন সেই সারা আলী খান স্লিম ফিগারে পরিণত হয়েছে।কিন্তু কিভাবে জানেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরই একটি ভিডিও শেয়ার করে জানান সারা। ভিডিওতে তিনি তার নি’য়মিত ব্যা’য়াম, সাঁতা’র কাটাসহ ওজন কমানোর সব বিস্তারিত তুলে ধরেন।
সারা ওই ভিডিওটিতে বলেছেন, সবসময় যেকোনো রূপে নিজের শরীরকে ভালোবাসুন৷ কারণ, সারার মতে শরীরের গঠন নয়, মনের জোরই মানুষ এগিয়ে চলে। আত্মবিশ্বাসই প্রয়োজন বিশ্বজয় করার জন্য। তাই তো মোটা হন বা রোগা, সবসময় নিজেকে ভালোবাসা ও ভালো থাকার মূলমন্ত্র।
এমনকি নিজের পোস্ট করা ভিডিওটিতে সারা এও জানান, নারীদের শরীর নিয়ে সবসময় নানারকম কথা হয়ে থাকে। এমনকি বারিদের চেহারা নিয়েও কথা বলে অনেকে।কিন্তু কখনোই শরীর নয় মানুষের মনের মাধ্যমে বিচার করা উচিত। আর সেই কারণেই সারা তার অতীতের চেহারা প্রকাশ্যে আনতে কোনোদিনও পিছপা হননি।