বিনোদন

হোলি সেলিব্রেট করতে ভারতে নিক-প্রিয়াঙ্কা!

আর মাত্র তিনদিন পরই শুরু হবে হোলি উৎসব। এর আগেই স্বামী নিক জোনাসকে নিয়ে ভারতে এসেছেন বলিউডের ‘দেশি গার্ল’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।নিক-প্রিয়াঙ্কা মুম্বাই বিমানবন্দরে এসে পৌঁছানোর পরপরই তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে তাদের ভক্তরা।

ছবিটিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী প্রিয়াঙ্কার পরনে দেখা গিয়েছে কালো রঙের প্যান্ট ও টপস এবং নিক জোনাস পরেছিলেন নীল রঙের ট্র্যাক প্যান্ট ও শার্ট।আর তাদের পাশে দেখা যাচ্ছে তাদের লাগেজ ।সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কাকে সর্বশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা গিয়েছে ।এর মধ্য দিয়ে তিন বছর পর বলিউডে কামব্যাক করেছিলেন প্রিয়াঙ্কা। যেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন ফারহান আখতার ও জায়রা ওয়াসিম। কিন্তু বক্স অফিসে সফলতার মুখ দেখেনি এই ছবিটি ।

Back to top button