বিনোদন

স্মরণসভায় নায়িকা শ্রীদেবীর চেন্নাইয়ের বাড়িতে হাজির মেয়ে জাহ্নবী কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী বলিউডের অনেক ছবিতে অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে আজ থেকে প্রায় ঠিক দু-বছর আগে এই পৃথিবী ছেড়ে চলে যান শ্রীদেবী ।অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে ভেঙে পড়েছিল কাপুর পরিবার।বলিউডেও শোকের ছায়া নেমে এসেছিলো।তবে সম্প্রতি মা শ্রীদেবীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রার্থনা সভায় যোগ দিতে মেয়ে জাহ্নবী কাপুর বনি কাপুরের সঙ্গে চেন্নাই উড়ে গিয়েছিলেন।

চেন্নাই গিয়ে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর তার চেন্নাইয়ের বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের জন্য মনে কষ্ট রেখেও হাসি মুখে কাটান।এমনকি সেখানে বেশ কিছু ছবি অভিনেত্রী জাহ্নবী নিজের ইস্রাগটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন।আর মা শ্রীদেবীর উদ্দেশ্যে ক্যাপশনে লেখেন, Wish u were here।

এমনকি জানা গিয়েছে, বনি কাপুর ও জাহ্নবী কাপুর তাদের সেই চেন্নাইয়ের বাড়িতে আছেন শুনে খবর পেয়ে দক্ষিণী সুপারস্টার অজিত বনি ও জাহ্নবীর সঙ্গে দেখা করতে চেন্নাইয়ের বাড়িতে গিয়েছিলেন।

Back to top button