‘স্বর্ণেন্দু স্যারকে দশে পাঁচ তো দেবই, বাকি পাঁচ নম্বর ভবিৎষতে…..’ শিক্ষক দিবসে বললেন শ্রুতি

বাংলা টেলিভিশনের অতি জনপ্রিয় নাম শ্রুতি দাস। ধারাবাহিকের সংখ্যা ২। ত্রিনয়নী থেকে দেশের মাটি- দুই ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে টেলি মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ত্রিনয়নীর নয়ন হোক দেশের মাটির নোয়া দুই চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে বাঙালি দর্শকের খুব প্রিয় পাত্রী হয়ে উঠেছেন শ্রুতি। তবে অভিনেত্রীর আরো একটি গুনের জন্য তিনি বেশ খ্যাত। স্পষ্টবক্তা শ্রুতি। কোনো কথা রাখ ঢাক করে বলেন। স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই।
দুই ধারাবাহিকে অভিনয় করে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী। শ্রুতি অভিনয়ের পাশাপাশি নিজের প্রেমের জন্য বেশ চর্চায় থাকেন।শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার। এই অভিনেত্রী এবং পরিচালকের প্রেমের খবর ইন্ডাস্ট্রির প্রায় সকলেই জানেন। অনেকে এদের সম্পর্ক নিয়ে ট্রোল করলেও সেই সব ট্রোলারদের যোগ্য জবাব ও দিয়েছেন। তবে কবে বিয়ে করছেন, সে সম্পর্কে এখনও কোনও ইঙ্গিত দেননি এই জুটি।
তবে আজ শিক্ষক দিবসে শ্রুতি দাসের কাছে যদি আদর্শ শিক্ষক কে তা জানতে চাওয়া হয়। শ্রুতি জানান, আমার প্রথম পরিচালক সায়ন দাশগুপ্ত। আমার দ্বিতীয় পরিচালক স্বর্ণেন্দু স্যার। সায়ন স্যারের সঙ্গে আমার খুব কম দিনের সম্পর্ক। তবে সায়নদা আমাকে একটা কথা বলেছিল- ‘প্রত্যেকটা পরিচালকের কাছ থেকে যতটা পারা যায় ততটা নিংড়ে নিয়ে নিবি। তাহলে ইন্ডাস্ট্রিতে অনেকদিন টিকতে পারবি’। ওঁনার সঙ্গে দু-তিন দিন শ্যুট করে অনেকটা শিখেছি।
স্বর্ণেন্দু স্যার এমন একজন পরিচালক, যার কাছ থেকে আমি জীবনে অনেক কিছু শিখেছি। স্বর্ণেন্দু স্যার এমন একজন ডিরেক্টর যিনি শিল্পীদের স্বাধীনতা দেন, কখনও বলেন না এইভাবে পাঠটা কর। আমার খুব পছন্দের স্বর্ণেন্দু স্যার। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ টিচারদের মধ্যে আমি ওঁনাকে দশে পাঁচ তো দেবই। বাকি পাঁচ নম্বরটা তুলে রাখলাম ভবিষ্যত জীবনে কাজ করবার জন্য। আজ টিচার্স ডে-তে ওঁনাকে অনেক প্রণাম, অনেক ভালোবাসা। আর আমি ওনাকে আমার পাশে সারাজীবন একজন ভালো বন্ধু, ফিলোজাফার, গাউড আর টিচার হয়ে চাইবো। যাতে পাশে থাকে ।