বিনোদন

স্ত্রী অনুশকার সঙ্গে প্রথম দেখায় কী হয়েছিলো? যা নিয়ে এখনো আফসোস বিরাট কোহলির

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রথমে একটি বিজ্ঞাপনী শুটিংয়ে আলাপ হওয়ার থেকে যে সম্পর্কের শুরু সেটাই এখন সারা জীবনের বন্ধন হয়ে গেছে৷২০১৩ সালে প্রথম তাদের দেখা হয়৷ ততদিনে বিরাট জাতীয় দলের অধিনায়ক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাব বিস্তার করতে শুরু করেছেন ৷তবে তিনি এটা বুঝতে পারছিলেন না অনুষ্কার সঙ্গে তার ঠিক কি এমন করতে হবে ৷ বিরাটের মতে, তাদের প্রথম মিটিংয়ে তিনি যথেষ্ট নার্ভাস ছিলেন৷ যেটি নিয়ে এখনো আফসোস হয় এই ক্রিকেটারের ।

এক সাক্ষাতে বিরাট কোহলি জানিয়েছেন, ‘অনুষ্কার সঙ্গে আমি যখন প্রথম দেখা করি আমি সেই সময় এতটাই নার্ভাস ছিলাম যে কি করবো ভাবতে পারছিলাম না। সে কারণে আমি তাকে মজার জিনিস বলতে থাকি। আমার মনে হয়েছিল, আমি ফানি ছিলাম৷ আর আমি এমন কিছু বলেছিলাম যেটা বলা উচিত ছিল না৷ আমার জোক সে সময় আমার জন্যই অদ্ভুত হয়ে গিয়েছিল৷ও খুব আত্মবিশ্বাসী ছিল৷ কারণ নিয়মিত সেটে যেত৷’

প্রসঙ্গত, দুইবছর সম্পর্কে থাকার পর তারা যখন ২০১৭ সালে ১১ ডিসেম্বর বিয়ের ঘোষণা করেন সেই সময় সকলেই বেশ চমকে গিয়েছিলো। ইতালির টাস্কানিতে ধুমধাম করে তাদের বিয়ে হয়৷ তবে নিজেদের বিয়ে নিয়ে দারুণভাবে গোপনীয়তা রেখেছিলেন অনুশকা ও বিরাট।

Back to top button