বিনোদন

‘সৌরভকে স্কুলে রাখতে শিক্ষকের পায়ে পড়েন তাঁর বাবা’, ‘দিদি নম্বর ১’-এ এসে বললেন অভিনেতার মা

টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস । টলিউডের অনেক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন সৌরভ দাস। অভিনয়ের জন্য প্রশংসাও দর্শকদের থেকে বেশ প্রশংসাও অর্জন করেছিলেন সৌরভ দাস। ছোট থেকেই নাকি চঞ্চল স্বভাবের সৌরভ দাস । নিত্যনতুন কাণ্ড ঘটিয়ে মায়ের কাছে বকুনি খেতে হতো সৌরভকে । অভিনেতার মা বলেন, ‘মেয়ে যখন হবে তখন আমার একটা টেনশন ছিল। ভেবেছিলাম, যদি ওর মতো হয় তা হলে আমার বাঁচার কোনও উপায় নেই। ও এতটাই দুষ্টু।’

সাউথ পয়েন্টে পড়তেন সৌরভ। স্কুলেও ছিলেন ‘বিখ্যাত’। সেই কথা বলতে গিয়েই অজন্তা দেবী অর্থাৎ সৌরভের মা বলেন, ‘ওর বাবাকে সাউথ পয়েন্টের টিচারদের হাতেপায়ে ধরতে হয়েছে। পায়েও ধরতে হয়েছে।’ রসিকতার সুরে অজন্তা দেবী বলেন, ‘আজকে আমার সুগার, প্রেসার, কোলেস্টেরল— সবই ছেলের অবদান।’

অজন্তা দেবীর সংযোজন, ‘চার্লি চ্যাপলিন, গ্রেগরি পেকের মতো বিখ্যাত অভিনেতাদের অভিনয় করে দেখাত ও কিংবা মিমিক্রি করত। ফলে ক্লাসের ক্ষতি হত। একবার ক্লাস ফোর, আরেকবার নাইনে ওকে স্কুল থেকে নিয়ে চলে যেতে বলা হয়। নাইনে এ কথা বলায় ওর বাবাকে মনে হয় ক্লাস টিচারের পায়ে পর্যন্ত পড়তে হয়েছিল।’

Back to top button