বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে মনের ইচ্ছা প্রকাশ করলেন আলিয়া

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট ।আলিয়া দর্শকদের অনেক ছবি উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।এমনকি সোশ্যাল মিডিয়াতেও নানা ছবি, ভিডিও পোস্ট করে ভক্তদের নজর কাড়েন তিনি।তবে বর্তমানে তিনি তাঁর ‘ব্রহ্মাস্ত্র’, সঞ্জয় লীলা বানশালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, মহেশ ভট্টের পরিচালনায় ‘সড়ক ২’-এর মতো বিগ বাজেটের ফিল্ম নিয়ে চূড়ান্ত ব্যস্ততা রয়েছেন।তাই তিনি আর একটা ছুটি চেয়ে বসলেন।

সম্প্রতি আলিয়া তার পুরোনো বিকিনি পড়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘আর একবার ছুটি চাই’।আর এই ছবি প্রকাশ্যে আশার পর পরই নেটিজেনরা মনে করছেন তাহলে কি প্রেমিক রণবীর কাপুরকে মিস করছেন আলিয়া? নাহলে হঠাৎ ছুটির কথা কেন? কি বোঝাতে চাইলেন নায়িকা আলিয়া?

প্রসঙ্গত, যেই ছবিটি আলিয়া পোস্ট করেছেন সেই ছবিটি বর্ষবরণে আইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে উঠেছিলেন।সঙ্গে ছিলেন প্রেমিক রণবীর ও পরিচালক অয়ন মুখার্জী।এমনকি সেখান থেকে আলিয়া বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।তার মধ্যে একটি ছবিতে তাদের ৩জনকেই দেখা গিয়েছে।আর সেই ছবির ক্যাপশনে আলিয়া লিখছেন, ‘ভালো ছেলে ও ভালো মেয়ে’।

Back to top button