বিনোদন

সৃজিত-মিথিলার মিলনে বাধা করোনা, আবেগী পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সারা প্রথিবী এখন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত।বিষও জুড়েই চলছে প্রতিষেধকহীন এই মারণ ভাইরাসের প্রকোপ।চিনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া এই ভাইরাসের আক্রমণে এখন ত্রস্ত ভারত, বাংলাদেশ সহ গোটা বিশ্ব।প্রায় সকল দেশেই নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

সেরকমই করোনা যেন বাধা হয়ে দাঁড়িয়েছে অনেক প্রিয়জনের মাঝখানেও।আর এই করোনার আক্রমণের শিকার হলো সৃজিত-মিথিলার সম্পর্ক। আসলে সৃজিত মুখার্জির সঙ্গে দেখা করার জন্য ভারতে আসতে পারছেন না মিথিলা।এইমুহূর্তে ভারতে বিদেশিদের আসা প্রায় বন্ধই করে দেওয়া হয়েছে।আর সে কারণেই আসতে পারছেন না মিথিলা।
আর এই প্রসগেই মিথিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘দীর্ঘদিন পর যখন সৃজিত মুখোপাধ্য়ায়ের সঙ্গে তার দেখা করার কথা, তখন বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা।’

এরপর এক সাক্ষাৎকারে মিথিলাকে প্রশ্ন করা হয় যে তিনি ভারতীয় নাগরিকত্ব নেবেন কিনা? আর তার উত্তরে তিনি বলেন ‘এইসব অনেক জটিল বিষয়। এসব নিয়ে পরে ভাববো। আপাতত ভিসা পেতে চাই।’

Back to top button