সুশান্তের পরিবারের দিকে আঙ্গুল তুললেন ম্যানেজার শ্রুতি মোদী, বললেন

এবার যেন সব উল্টো হয়ে গেলো। কারণ, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর দাবি, সুশান্ত রিয়ার সঙ্গে আলাপের অনেক আগে থেকেই মাদক নিতেন, আর এটা সুশান্তের পরিবারের লোকেরা জানতো। অভিনেতার ৩ দিদিই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন, আর তারপর অশান্তির চোটে অসুস্থ হয়ে পড়েন সুশান্ত, এরপর সুশান্তকে হাসপাতালে ভর্তি করতে হয়! সুশান্তের অবসাদের কথাটিও তার পরিবার জানতো।
কিন্তু অন্যদিকে, সুশান্তের পরিবারের দাবি, রিয়া-ই তাদের ছেলেকে নাকি মাদক খাইয়ে মেরেছেন। এর মধ্যেই ইডি-র কাছে হাজিরা দিয়েছেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী। আইনজীবী অশোক সারোগি তাঁর মক্কেল শ্রুতির যে সব বয়ান পেশ করেছেন, তাতে অভিযোগের তীর অনেকটাই ঘুরে যাচ্ছে সুশান্তের পরিবারের দিকে।
শ্রুতি জানান, ‘সুশান্তের বডিগার্ড সোহেল সাগর সুশান্তের জন্য মাদক আনত।শুধু তাই নয়, আইনজীবীর দাবি, সুশান্ত-রিয়া-সোহেল-সহ অন্যদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেখানে মাদক নিয়ে কথাবার্তা হতো।এমনকি সুশান্তের বাড়ির পার্টিতে ৩দিন এসেছিলেন তার দিদিরা। যেখানে অভিনেতার দিদিরাও নেশা করেছিলেন।’