বিনোদন

সুপারস্টার আল্লু অর্জুনের সিনেমার রিমেক নিয়ে পর্দা কাঁপাতে হাজির রণবীর সিং!

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ‘অভিনীত’ সিনেমা ‘আলা ভাইকুন্তাপুরামলো’ চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিলো। সেই ছবিটি দর্শকদের মন বেশ জয় করেছিল। তবে এবার বলিপাড়ায় গুঞ্জন উঠেছে যে, আল্লু অর্জুনের সেই ছবিটি এবার বলিউড অভিনেতা রণবীর সিং হিন্দি রিমেক নিয়ে হাজির হবেন। সত্যি কি তাই?

এই বিষয়টি নিয়ে এক ভারতীয় মিডিয়া বলেছে, এই মুহূর্তে অভিনেতা রণবীর সিং কোনো সিনেমাতেই অভিনয় করছেন না।ওই মিডিয়া থেকে এটাও জানা যায় যে, মহামারী করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যেই মুক্তি স্থগিত রয়েছে বলিউড অভিনেতা রণবীরের বেশ কয়েকটি সিনেমা। একই সাথে বাকি রয়েছে তার অভিনীত আসন্ন সিনেমা ‘জয়েশভাই জোয়ার্দার’ এবং ‘তখত’ এর শুটিং।

উল্লেখ্য, মোঘল সাম্রাজ্যের স্বর্ণযুগের ইতিহাস বড়পর্দায় উঠে আসবে করণ জোহর পরিচালিত ‘তখত’ সিনেমার হাত ধরে। যেখানে অভিনেতা অনিল কাপুরকে শাহজাহানের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও মোঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করবেন ভিকি কৌশল এবং শাহজাহানের বড় ছেলে তথা ঔরঙ্গজেবের দাদা দারা শিকোরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে।

Back to top button