বিনোদন

সিক্স প্যাক নিয়ে বিস্ফোরক মন্তব্য সানি দেওলের, তবে কি শাহরুখ-সালমানকে খোঁচা দিলেন অভিনেতা?

আগামী ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে ‘গদর ২’। এর আগে জোরকদমে সিনেমার প্রচার করে চলেছেন সানি দেওল। কিন্তু এ প্রচার করতে গিয়েই বলিউড নায়কদের শরীর নিয়ে মন্তব্য করে বসলেন তিনি।

নিজেকে আকর্ষণীয় করে তুলতে শরীরের লোম ফেলে থাকেন সিনেমার নায়কেরা। এমন তালিকা করতে গেলে সবার ওপরের দিকে থাকবে বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান। তবে সানির মতে, শরীরের লোম তুলে ফেললে নাকি নায়িকাদের মতো দেখতে লাগে নায়কদের। এছাড়া বলিউড নায়কদের সিক্স প্যাকের পেছনে ছুটতে দেখেও সমালোচনা করেন তিনি।

এক সাক্ষাৎকারে সানি বলেন, আমার তো বড় লজ্জা লাগে যখন হিরোরা শরীরের লোম তুলে ফেলে। তখন তাদের দেখতে মেয়েদের মতো লাগে।

এদিকে সানি জানান, তিনি কখনও সিক্স-প্যাকের পিছনে ছোটেননি। তার বক্তব্য, আমি এ বিষয়গুলো একদম বুঝি না। আমরা তো অভিনেতা, বডিবিল্ডার নই। অভিনয় করতে এসেছি, শরীর দেখাতে নয়। কিন্তু এখন এমন মানসিকতা হয়ে গিয়েছে অভিনেতা হতে গেলে সুঠাম দেহ হতে হবে বা অভিনেতা হতে গেলে ভালো নাচ জানতে হবে।

বলিউডের প্রযোজকরাও এ বিষয়গুলো মাথায় রেখে সিনেমা তৈরি করছেন বলে আক্ষেপ জানান সানি। আবার দর্শকরাও নাকি ফাস্টফুডের মতো তা উপভোগ করছেন। হিন্দি সিনেমা এভাবেই বলিউড হয়ে গিয়েছে বলে মনে করেন ‘গদর’-এর তারা সিং।

উল্লেখ্য, সিক্স প্যাকের ট্রেন্ড বলিউডে শুরু করেছিলেন সালমান খান। কিছুদিন আগে আবার ‘পাঠান’ সিনেমায় পারফেক্ট বডিতে সাড়া ফেলে দিয়েছেন শাহরুখ খান। মনে করা হচ্ছে, তাদের শুনিয়েই সানির এ সাম্প্রতিক মন্তব্য।

এদিকে সীমান্ত এলাকায় ‘গদর ২’ সিনেমার প্রচার করে বেড়াচ্ছেন সানি। সঙ্গে রয়েছেন নায়িকা আমিশা প্যাটেল এবং অন্যান্য কলাকুশলীরা।

সানি জানান, সিক্যুয়েলে অভিনয় করবেন কিনা তা নিয়ে দ্বিধায় ছিলেন। কিন্তু পরিচালক অনিল শর্মা যখন চিত্রনাট্য শোনান তখন তিনি মুগ্ধ হয়ে যান।

Back to top button