বিনোদন

সালমানের সঙ্গে কথা বলতেন না আমির! গোপন তথ্য জানালেন কারিশমা

বলিউডের দুই সুপারস্টার সালমান ও আমির খানকে কে না চেনে।সালমান খান, রাভিনা ট্যান্ডন ও কারিশমা কাপুরের অভিনীত একটি ছবি ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি দেখে ভুতের ভয় দেখার ভয়টি কেটে গিয়েছিলো ভিকি কুশলের।আর এই ছবিতে দুই খানকে একসাথে জুড়েছেন পরিচালক।আর সেই ছবির কথা বলতে গিয়েই এক মন খারাপের কথা বললেন কারিশমা কাপুর।

রাজীব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকার কারিশমা বলেন, ‘যদি সত্য বলি, সিনেমাটা এখনো দেখাই হয়ে ওঠেনি। কারণ, আমরা তখন চার শিফটে কাজ করতাম। হাতে একদম সময় ছিল না। আমরা নিজেরাই নিজেদের ছবি দেখার সুযোগ পেতাম না।’এমনকি সেই সময় নাকি তাঁদের চার অভিনয়শিল্পীর কেউই কারও সঙ্গে কথা বলতেন না। সম্প্রতি সে খবরও ফাঁস করেছেন কারিশমা।

Back to top button