বিনোদন

সানি লিওন ও রাখি সাওয়ান্তের দলে নাম লেখালেন বলিউডের ‘আইটেম গার্ল’ নোরা!

বাংলাদেশের ছবির ‘আইটেম গানের’ সঙ্গে বলিউড নায়িকা সানি লিওন রাখি সাওয়ান্ত, উর্বশী রাউতেলার সহ আরো অনেক নায়িকাই কোমর দুলিয়েছেন। আর এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউডের জনপ্রিয় ‘আইটেম গার্ল’ অভিনেত্রী নোরা ফতেহি।তাকেও শাপলা মিডিয়ার ‘গ্যাংস্টার’ ছবির আইটেম গানে দেখা যাবে। ‘দিলবর দিলবর’, ‘গরমি’, ‘কামারিয়া’সহ বেশ কিছু আইটেম গানে তার উপস্থিতি দর্শকদের মাঝে সাড়া ফেলে। এবার সেই জনপ্রিয়তা কাজে লাগাতে চান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

এই প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘বিশ্বমানের তারকারা ছবিতে থাকলে দর্শকের আগ্রহ জন্মাবে। নোরার সঙ্গে কথা বলে চূড়ান্ত করেছেন আমার বলিউড এজেন্ট।এমনকি অভিনেত্রী সানি লিওনকেও তারাই যোগাযোগ করে দিয়েছিলেন।’

তিনি আরো বলেন, ‘এই গানটি তৈরী করার জন্য দায়িত্ব দিয়েছি বেশ কয়েকজন সংগীত পরিচালককে। আকাশ, নাভেদ পারভেজ, লিংকন চৌধুরীসহ অনেকেই আছেন। এদের মধ্যে যার গানটি বেশি ভালো হবে সেটিই ব্যবহার করা হবে।’

Back to top button