সকলের সামনে কান ধরে উঠবস করলেন অভিনেতা রণবীর সিং, কারণ

বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং।সম্প্রতি ‘সূর্যবংশী’ ছবির প্রমোশনে হাজির হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার,অজয় দেবগন ও রণবীর সিং।ওই প্রোমোশনের সামনেই ছিল সংবাদ মাধ্যমের ক্যামেরা।উপস্থিত ছিলেন দর্শকেরা ।আর তারই মধ্যে হঠাৎই কান ধরে উঠবস করেন অভিনেতা রণবীর সিং।যা দেখে দর্শকেরা আশ্চর্য হয়ে যান।কিন্তু কেন হঠাৎ করে কান ধরে উঠবস করতে শুরু করেন রণবীর? কিএমন ঘটেছে? এমন প্রশ্ন করে যাচ্ছে দর্শকেরা।
তাহলে বিষয়টি একবার খুলেই বলা যাক।রোহিত শেট্টির নতুন ছবি ‘সূর্যবংশী’র ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর সেই ছবির প্রোমোশনের জন্য সকাল ৬টায় সাংবাদিক বৈঠক আয়োজন করলেন অভিনেতা অক্ষয় ও অভিনেতা অজয়। আর সেই প্রোমোশনেই রণবীর সিং দেরি করে এসে পৌঁছলেন।প্রোমোশনে দেরি করে আসার কারণেই রণবীরকে অক্ষয় কান ধরে উঠবস করতে বললেন । এমনকি অক্ষয়ের এমন কথা শুনে রণবীর কিছু না বলে বরং কান ধরে উঠবস করলেন।
প্রসঙ্গত, ‘সূর্যবংশী’ ছবিতে মূল চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। ডিসিপি ভীর সূর্যবংশী নাম তার চরিত্রের। তার সঙ্গে যোগ দেবেন সিংহম চরিত্রের অজয় দেবগণ এবং সিম্বা চরিত্রের রণবীর সিং। এর আগে আলাদা দুটি সিনেমায় এই দুটি পুলিশ চরিত্রে বাজিমাত করেছেন তারা। দুটি ছবিই পরিচালনা করেছেন রোহিত। এবার পরিচালক তাদের হাজির করছেন ‘সূর্যবংশী’-তে অক্ষয়ের সঙ্গে।