বিনোদন

সইফ একা নবাব নন, বলিউডের এই তারকারাও রাজপরিবারের সন্তান! জেনেনিন তাদের পরিচয়

বলিউডের নবাব বলতে সইফ আলি খানকেই মনে করা হয়। কিন্তু তিনিই একমাত্র নন, বলিউডে আরও অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা রাজপরিবার বা উচ্চ বংশের সন্তান। এই তালিকায় রয়েছেন অদিতি রাও হায়দরি, মনীষা কৈরালা, ভাগ্যশ্রী, সাগরিকা ঘাটগে এবং ইরফান খান।

অদিতি রাও হায়দরি হলেন হায়দ্রাবাদ রাজপরিবারের বংশধর। তাঁর ঠাকুরদার বাবা আকবর হায়দরি ছিলেন হায়দ্রাবাদ রাজ পরিবারের প্রধানমন্ত্রী। ১৮৬৯ থেকে ১৯৪১ সাল পর্যন্ত রাজ করেছিলেন তিনি। এছাড়াও অদিতির কাকা ছিলেন অসমের রাজ্যপাল।
মনীষা কৈরালা হলেন নেপালের ২২ তম প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি। তাঁর বাবা নেপালের মন্ত্রী ছিলেন।
ভাগ্যশ্রী হলেন মহারাষ্ট্রের সাঙ্গলির রাজপরিবারের বংশধর। তাঁর দাদু চিন্তামনরাও ধুন্ডিরাও পটবর্ধন ছিলেন সাঙ্গলির রাজা। এখনো নাকি রাজ প্রাসাদে নিজের পরিবারের সঙ্গে থাকেন ভাগ্যশ্রী।
সাগরিকা ঘাটগে হলেন মহারাষ্ট্রের কোলাপু্রের রাজপরিবারের বংশধর। তাঁর দিদা ছিলেন ইন্দোরের মহারাজ তুকোজিরাও হোলকর তৃতীয়র কন্যা। সাগরিকার বাবাও ছিলেন কগলের মহারাজ।
ইরফান খান হলেন রাজস্থানের এক নামী জমিদার বংশের সন্তান। তাঁর বাবা ছিলেন জমিদার।
এই অভিনেতা-অভিনেত্রীরা সবাই বলিউডে সফল হয়েছেন। তাঁরা তাদের অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তারা বলিউডকে আরও সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় করে তুলেছেন।

Back to top button