শোকসংবাদ! ১৪তলা থেকে লাফ দিয়ে মৃত্যু বলিউড তারকার, শোকে গোটা বলিউড

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং-এর প্রাক্তন ম্যানেজার ও বলিউডের আরেক অভিনেতা বরুন শর্মার ম্যানেজার দিশা সেলিয়ান।বলিউডের এই দুই অভিনেতার ম্যানেজার দিশা সেলিয়ান আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, দিশা তার নিজের বাড়ির ১৪তলা থেকে লাফ দিয়েছেন। কিন্তু কেন তা এখনো পর্যন্ত জানা যায়নি।
১৪তলা থেকে লাফ দেওয়ার পরই তাকে কয়েকজন দেখতে পান ও বড়িবালির হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এরপর পুলিশ তার মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করেন।কিন্তু দিশার মা-বাবা মেয়ে দিশার মৃত্যুতে ভেঙে পড়েছেন।বলিউডেও নেমে এসেছে শোকের ছায়া।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুত, বরুন শর্মা ছাড়াও ভারতী সিং ও ঐশ্বরিয়া রাইও দিশার সঙ্গে কাজ করেছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে বলিউড কঠিন সময় পার করছে, বেশ কয়েকজন তারকা সম্প্রতি প্রাণ হারিয়েছেন।আর এবার মারা গেলেন ম্যানেজার দিশা সেলিয়ান।